আমাদের কথা খুঁজে নিন

   

ফুয়াদ সাকিব

www.facebook.com/hamzathefighter লম্বা গলার সেই ছেলেকে আর পাবো না পাশে, স্কুলে আর যাবো না কো এক রিকশায় চড়ে। এক সাথে আর হাঁটবো না রে পুরনো সে পথ ধরে, হারিয়ে সে যাবে না আর রেলগেটের ঐ মোড়ে, উৎকণ্ঠা আর হবে না তার কথাটি ভেবে, দাঁড়িয়ে সে থাকবে না আর আমার অপেক্ষাতে। আর হবে না বিকালে সেই রং তামাশার খেল, পেনাল্টি তার আর পাবে না আন্টির সেই হেড। বৃষ্টিভেজা বিকালে আর ভিজবো না একসাথে দিনগুলো আর মাতবে না হায় বর্ণালী সেই ধাতে। স্মৃতির পটে ভেসে উঠে পুরান দিনের গান- বর্তমানের সুঁতোয় বাঁধা টানছে অবিরাম। বাঁধন ছেঁড়া মুক্ত জীবন চলছে আপন ঘোরে, সাতরঙা সেই দিনগুলোকে দিলেম উড়িয়ে। (এই লেখাটি আমার বন্ধু ফুয়াদ সাকিবকে নিয়ে লেখা) hamza kamal mostafa 2nd semester, dept.of mass communication and journalism, du

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.