আমাদের কথা খুঁজে নিন

   

ফুয়াদ ভাইয়ের অদভূত আস্তিকতা...

যদি কোনদিন দিগন্তের ওপরে মাথা তুলে দাঁড়াতে পারি, তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে যাব

ফুয়াদ সাহেব যা লিখেছেন- এক কথায় অসাধারণ (?) আমি প্রচন্ড রকম একজন আস্তিক মানুষ। কিন্তু ফুয়াদ মিয়ার যুক্তিখানা বুঝতে অক্ষম হওয়ার জন্য দুঃখিত। উনি লিখেছেন- ১. যেহেতু ৫ টাকা থাকার পক্ষে কোন প্রমান নেই সেহেতু টাকাটা থাকতেও পারে। ২. যেহেতু ৫ টাকা না থাকার পক্ষে কোন প্রমান নেই সেহেতু টাকাটা থাকতেও পারে। হোয়াট এ পিকিউলিয়ার লজিক!!!!!!!! আমি কি তাহলে নিচের লজিকটা দিতে পারি? ১. যেহেতু ৫ টাকা থাকার পক্ষে কোন প্রমান নেই সেহেতু টাকাটা না ও থাকতে পারে।

২. যেহেতু ৫ টাকা না থাকার পক্ষে কোন প্রমান নেই সেহেতু টাকাটা না ও থাকতে পারে। এবার আসুন একজন আস্তিক হিসেবে আমি একটা ক্ষুদ্র দায়িত্ব পালন করি। বলের উদাহরণটাই আনি। একটি বন্ধ বক্সের ভেতরে হয় বল আছে অথবা নেই। পরিসংখ্যান অনুযায়ি বল থাকার সম্ভাবনা ৫০% এবঙ না থাকার সম্ভাবনা ৫০%।

আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোনটা বিশ্বাস করবো। একপক্ষ দাবি করছে এখানে একটি বল আছে এবঙ বক্সটা খুললে যে বিশ্বাস করেছে সে বলটা পাবে। বলটি সোনার তৈরি। আমার প্রশ্ন বলের অস্তিত্ব সম্পর্কে নয়। সে ব্যাপারে আরেকদিন অনেক যুক্তি দেয়া যাবে।

আজকের প্রশ্ন এই যে, আমার কি করা উচিৎ- বলটি আছে বিশ্বাস করবো, নাকি অবিশ্বাস। আপনি বলের জায়গায় ঈশ্বর এবঙ সোনার জায়গায় স্বর্গ নরক এসব বসিয়ে হিসেব করতে পারেন...........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.