আমাদের কথা খুঁজে নিন

   

[প্রতিযোগিতা] কিভাবে ফাও দেওয়া থেকে বিরত থেকে নিজেকে মূল্যায়ন করবেন?

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন। পূর্বপ্রকাশ: (প্রতিযোগিতা) কিভাবে ফাও দেওয়া থেকে বিরত থেকে নিজেকে মূল্যায়ন করবেন? পুরষ্কার: এক হাজার টাকা মোবাইলের রিচার্জ করে দেয়া হবে। সময়: ১২ই আগস্ট, মধ্যরাত (বাংলাদেশ সময়) নিয়মাবলী: গুগল ডকসে একটি ফাইল তৈরি করুন এবং ইমেইলের সাথে শেয়ার করুন। একাধিক লেখা পাঠাতে পারেন, তবে প্রতিটি পোষ্ট ভিন্ন ভিন্ন ফাইলে থাকতে হবে। -------------------------------------------------------------------------------- আমার বাংলা ব্লগ *** ফেসবুক ফ্যানপেজ *** ফেসবুক ইভেন্ট -------------------------------------------------------------------------------- আপনার দাঁতে খুব ব্যথা, মনে হচ্ছে দাঁতটি তুলে ফেলতে হবে।

আপনি মোটামুটি মানের একজন দন্ত বিশেষজ্ঞের কাছে গেলেন, তিনি চেম্বার সাজিয়ে বসেছেন। কিন্তু রুগী নেই। আপনিই হয়তো প্রথম রুগী। আপনি নিজের সমস্যার কথা বললেন, ডাক্তার আপনার দাঁত দেখে বললেন, দাঁতটি তুলে ফেলতে হবে এবং এজন্য আপনাকে দুই হাজার টাকা দিতে হবে। আপনি অনেক চেষ্টা করলেন, কিন্তু ডাক্তার সাহেব তার ফি কমালেন না।

তার নাকি একই রেট। এছাড়া তিনি এত বছর পড়াশুনা করেছেন, কষ্ট করে চেম্বার সাজিয়েছেন, দুই হাজার টাকার কম নিলে নাকি তার পোষাবে না। ঠিক ওই ডাক্তারই দু’দিন পর আপনার কাছে এলেন, আপনাকে তার জন্য একটি ওয়েবসাইট বানিয়ে দিতে বললেন। আপনি চাইলে এক হাজার টাকা। উনি বললেন এত ছোট একটি কাজের জন্য এক হাজার টাকা দিতে হবে কেন? আপনি তো ওয়েবসাইটটি এক রাতের মধ্যেই বানিয়ে দিতে পারবেন, তাহলে মাত্র এক রাতের কাজের জন্য এক হাজার টাকা চাচ্ছেন কেন? এই পরিস্থিতিতে কিভাবে নিজেকে মূল্যায়ণ করবেন, নিজের ভাষায় যুক্তিসহকারে আপনার বক্তব্য লিখুন।

সাথে থাকুন, ভাল থাকুন। সবার জন্য রইল শুভ কামনা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।