আমাদের কথা খুঁজে নিন

   

পেটুক প্রতিযোগিতা



সুযোগ পেলেই বল্পুব্দবান্ধবের সঙ্গে খাবার প্রতিযোগিতায় নেমে পড়ে_ এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। ভাত, মাংস, রুটি, ফল_ সব নিয়েই প্রতিযোগিতা করেন এসব খাদক। এবার পাবনায় খাদকদের নিয়ে আয়োজন করা হলো এ ধরনের এক ব্যতিক্রমী পেটুক প্রতিযোগিতা। পৌনে ৩ কেজি মাংস এবং এক কেজি চালের ভাত খেয়ে পেটুক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামের ৪৫ বছরের আবদুল মজিদ। একই এলাকার আবদুল করিম ২ কেজি ৪৫০ গ্রাম মাংস ও এক কেজি চালের ভাত এবং রফিকুল ইসলাম রফিক ২ কেজি ১৯০ গ্রাম মাংস ও এক কেজি চালের ভাত খেয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন।

'বাই দা বাই ক্লাব'-এর সহায়তায় পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স ঈদ-পরবর্তী ওই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেন। 'খালি খাবোই' স্লোগান সামনে রেখে পাবনা পিটিআই মাঠে আয়োজিত অনুষ্ঠানটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। গতকাল শনিবার সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্সের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কৃষ্টাল গ্রুপের চেয়ারম্যান সুলতান আহমেদ, জেলা আওয়মী লীগ নেতা কামিল হোসেন, সমকাল স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান প্রমুখ। পরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীর হাতে গাভী ও ছাগল এবং সেলাই মেশিন তুলে দেন গোলাম ফারুক খন্দকার প্রিন্স।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।