আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিযোগিতা

ডি এক্সিং-এর কথা বলে

উত্তরণ নিউজ লেটার-এর দ্বিতীয় প্রতিযোগিতা বাংলাদেশের অধিকাংশ মানুষের ডি-এক্সিং সম্পর্কে অজানা থাকলেও অনেক শ্রোতাবন্ধুই তাঁদের জন্মলগ্ন থেকে বেতার শুনছেন। বেতার শুনার মধ্যে দিয়েই সারাটা জীবন অতিবাহিত করছেন। বেতার শুনাকে কেন্দ্র গড়ে উঠেছে এক শ্রোতার সাথে আরেক শ্রোতার মৈত্রীর সেতুবন্ধন। বেতারের সাথে অন্য রকম এক জগত! আগামী মার্চ-এপ্রিল, 2007 বিশেষ সংখ্যার জন্য দ্বিতীয় প্রতিযোগিতা আমার ডি-এক্সিং জীবন উত্তরণ নিউজ লেটার- এর দ্বিতীয় বিশেষ সংখ্যা শ্রোতাবন্ধুদের এই ডি-এক্সিং জীবন নিয়েই। লিখুন এ নিয়ে আপনার অভিজ্ঞতার কথা।

কেমন করে আপনি বেতারের সাথে যুক্ত হলেন? বেতারে প্রবেশের অনুভূতি, ভালোলাগার গল্প। বেতারের দৌলতে কোনো শ্রোতাবন্ধুর বাড়ীতে বেড়ানোর স্মৃতি, নতুন বন্ধুর বাড়ী খোঁজার অভিজ্ঞতাসহ আপনার ডি-এক্সিং জীবনের সকল ইতিবৃত্ত, সকল ঘটনা লিখে জানান আমাদের উত্তরণ নিউজ লেটারের দপ্তরে। লেখার সাথে প্রয়োজনীয় ছবি/ উপাত্ত সংযোজন করুন। আপনার সৃজনশীল লেখা আজকের তরুণ প্রজন্মের কাছে অনেক কিছু হয়ে ধরা দিতে পারে। লিখুন আপনার ডি-এঙ্ংি জীবনের প্রাণের কথা, মনের কথা! গদ্য আকারে আমাদের কাছে লেখা পাঠিয়ে দিন।

লেখা পাঠানোর শেষ তারিখ ফেব্রুয়ারি 28, 2007। লেখা পাঠানোর ঠিকানা: আমার ডি-এক্সিং জীবন উত্তরণ নিউজ লেটার পোস্ট বক্স নং 6122 গুলশান, ঢাকা-1212, বাংলাদেশ ই-মেইল:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।