আমাদের কথা খুঁজে নিন

   

মোদিকে সমর্থন নয়: মমতা

তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর দল কখনোই বিজেপির নেতা নরেন্দ্র মোদিকে সমর্থন দেবে না।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার বীরভূম জেলার রামপুরহাটে পঞ্চায়েত নির্বাচনী সমাবেশে মমতা এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা নরেন্দ্র মোদিকে সমর্থন করি না। ভবিষ্যতেও করব না। ’
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের কড়া সমালোচনা করে মমতা বলেন, ইউপিএ ১০ বছর ধরে ক্ষমতায় আছে।

এ সময়ে তারা নরেন্দ্র মোদির বিষয়ে কিছুই বলেনি। এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে, তারা মোদিকে তত আক্রমণ করছে। কংগ্রেস ও বিজেপি সমঝোতার খেলায় ব্যস্ত।
এর এক দিন আগে বৃহস্পতিবার বিজেপি ও কংগ্রেসকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে আখ্যায়িত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পাওয়ার জন্য সিপিআই (এম) সমঝোতার রাজনীতি করে বলে দাবি করেন তিনি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.