আমাদের কথা খুঁজে নিন

   

মোদিকে বিশেষ বিবেচনা নয়: যুক্তরাষ্ট্র

অন্য ভারতীয়রা যেভাবে ভিসার জন্য আবেদন করেন মোদিকেও সেভাবে আবেদন করার আহ্বান জানানো হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম শুক্রবার ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হাফ সাংবাদিকদের বলেন, “গুজরাটের সম্মানিত মুখ্যমন্ত্রী হলেও তার ক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদী ভিসা প্রক্রিয়ায় বিশেষ বিবেচনার কোনো সুযোগ নেই। তাই তাকে অন্যদের মতো ভিসার আবেদন করার আহ্বান জানানো হলো এবং পর্যবেক্ষণের জন্য তাকে অপেক্ষা করতে হবে।“ “আর ওই পর্যবেক্ষণ অবশ্যই যুক্তরাষ্ট্রের আইন মেনে হবে।“ যুক্তরাষ্ট্র ভারত বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজে থেকে নাক গলাতে চায় না জানিয়ে ম্যারি হাফ আরো বলেন, “আমরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের জড়াব না। যদি জনাব মোদি অন্যদের মতো ভিসার জন্য আবেদন করতে এবং পর্যবেক্ষণের সময় পর্যন্ত অপেক্ষা করতে চান তবে তিনি সেটা অবশ্যই করতে পারেন।“ “এর বাইরে আমার কাছে আপনাদের বলার মতো আর কিছু নেই। আমি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না।“

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.