আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসা করবেন, ব্যবসা? আইনী ভাবে ব্যবসা করে খুব তাড়াতড়ি প্রচুর টাকার মালিক হবার একটা অভিনব ফর্মুলা।

ধনী হওয়ার বিভিন্ন উপায় রয়েছে - তাই না? কেউ কঠোর পরিশ্রম করে, কেউবা ভাগ্যের জুড়ে। আবার কেউ ঠিক সময়ে সঠিক জায়গায় ছিল বলে। ইংরাজীতে এটাকে নাকি বলে '...being at the right place at the right time!' এছাড়াও আরো অনেক পদ্ধতিতে প্রচুর ধনের মালিক হওয়া যায়। কেউ তেল-মালিশ করে, কেউবা মামার জুড়ে, কেউ পার্টির ডাক-সুরে....চুরি, ডাকাতি, হাইজ্যাক, চাঁদাবাজী, আতশবাজী, আরো কত কি সব লিখে আপনাদের সময় নষ্ট করতে চাইনা। এসব আমার চাইতে আপনাদের বেশী জানা বলে আমার বিশ্বাস।

ধনী হবার কিছু পন্তাহ্ আইনী আর অনেকটা বেআইনী। আমার কাছে বাংলাদেশে বতমান সময়ে আইনী ভাবে ধনী হওয়ার একটা সুবর্ণ সুযোগের সন্ধান রয়েছে। এটা একটা ব্যবসা। ব্যব্সাটা হলো বাংলাদেশের পুলিশবাহীনিকে স্টিলের তৈরি এক্সপান্ডেবল বাটন ও স্পিংয়ের তৈরি স্প্রিং স্টিক সরবরহ করা। স্টিলের তৈরি এক্সপান্ডেবল বাটন ও স্পিংয়ের তৈরি স্প্রিং স্টিকগুলো যেসব দেশে বানানো হ্য়, যেমন ভারত, চীন, আমেরিকা ও ইংল্যান্ড - ঐসব দেশে এইগুলা ব্যবহার করা নিষেধ।

ক্যান্সার হওয়ার সম্ভাবনা তাই। আমার বেশ কয়েকটা কন্টেকট আছে - খুব সস্তায় আমদানী করা যাবে। আগ্রহীরা আমার সাথে যোগাযোগ করবেন। এই আইডিয়াটা কিন্ত আমার - আপনারা কেউ কিন্ত নকল করবেন না। করলে সূলক দিতে হবে - ৩৫%! কি..... না তা হতে পারেনা! এই ধারনা আমার আগে অন্য আরেকজনের? তাই নাকি! কি, আমাদের সরকারের....! না, না, না আইডিয়াটা আমারই ছিল প্রথম!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.