আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর কোথাও প্রেম নেই যে যার স্বার্থ সাধনে ব্যস্ত,তবুও কিছু মানুষ এখনও আছে যারা অকারণেই ভালোবাসে!!

ন্যায় অন্যায় বুঝিনে, জানি শুধু তোমারে!! এ হাঁসির আড়ালে বিষাদ পুষিতেছি শত সহস্র বছর ধরে। বারং বার আছড়ে পড়ে উঠে দাঁড়িয়ে বলেছি ভালোবাসি তোরে, সে অপরাধে এক ঘরা মনে বাঁচিতেছি চিরতরে,অকারণে। তোরে ভালোবাসা যে শেষ ভালোবাসা হবে জানতাম যদি! শতবার মরে সহস্রবার জাগিয়া উঠিয়াছি,তার কারণে। আবার কাঁদিতে কাঁদিতে বিধাতাকে দোষ দিয়েছি মরার আশে! আমার চলে যাওয়াই যদি সুখ হবে,তবে তাই হোক।যাই? পিছু ফিরে দেখবনা মন তুই কোন পুরুষের বুকে? পড়ন্ত বিকেলে স্বপ্নে ভাসা হবেনা এবার বরষায়, বাঁধ সাধা বাতাসের পদ চুমে অনুরোধ,থেমে যা চিরতরে। এসব কি তোর মনে পড়ে ছিলি তুই এ বুকে কতো যতনে? তোর চুলের রূপে মাতাল হয়ে সেবার বলেছি কি কে জানে? লোক নিন্দার ভয়ে যে তুই ফিরিয়ে দিলি মোরে গোপনে সে তোকে ভেবে কেন কাঁদি প্রকাশ্যে কে জানে? প্রিয়,শ্রদ্ধেয়,অনুসরনীয় কবি নেক্সাস ভাইকে যিনি কিনা আমাকে আকাশ সম স্নেহ করেন!!! তার শততম পোস্টও আমাকে উৎসর্গ করে, আমি যে তাকে কি দিয়ে শুভেচ্ছা জানাই!! আমি যে পতিতা মেঘের সাথে বন্ধুত্ব করে এখানে সেখানে ভেসে বেড়াই! ভাইয়া এ কবিতা হয়েছে কিনা আমি জানিনা,আপনাকে দিলাম। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.