আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সর্ববৃহৎ ৮ টি পিরামিড.....কিছু দেখা এবং অদেখা পিরামিডের ছবি ব্লগ

একটা কিছু করে না দেখালে শান্তি নাই.............. এইখানে আয়তনের দিক থেকে হিসাব করে বের করা হয়েছে...তারপরও হয়তোবা কিছু কনফিউশন থাকতে পারে....কারন এখানের অনেক পিরামিডই শেপড বা ট্রু পিরামিড না......আরেকটা সমস্যা হলো.....পৃথিবীর বৃহৎ বৃহৎ অনেক পিরামিডে এখোনো মানুষের পা পড়েনি...খুবই দুর্গম জায়গায় অবস্হিত রয়েছে ঐগুলা। ৮. লা দান্তে,এল মিরাডর...(0,9 million m³) খ্রিস্টের জন্মের ৬০০ বছর পূর্বে এল মিরাডর নামে এক মায়ান নগর বর্তমান গুয়েতামালায় প্রবল প্রতাপে টিকে ছিল.....ধারনা করা হয় যে এই পিরামিড বানানো শুরু হয় খ্রিস্টপূর্ব ৩০০ বছরে এবং খ্রিস্টের জন্মের পরে তা বানানো শেষ হয়। নগরটি ধংস হয়ে যায় নবম শতকে..... ১৯২৬ সালে পুনরায় আবিষ্কৃত হয় নগরটি কিন্তু অত্যন্ত দুর্গম জায়গায় অবস্হিত বলে এখোনো খুব বেশী লোকচক্ষুতে আসতে পারেনাই... ধারনা করা হয় এই পিরামিডের আসল আয়তন ২,৮০০,০০০ কিউবিক মিটার যা এই পিরামিডকে স্হান করে দেবে পৃথিবীর সর্ববৃহৎ কয়েকটি স্হাপনার একটিতে... ৭. পিরামিড অব দ্য সান(1,2 million m³) মহা পরাক্রমশালী অ্যাজটেক সম্প্রদায়ের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে এটি। ধারনা করা হয় খ্রিস্টের জন্মের ১০০ বছর পর এটি বানানো শেষ হয়। ৬. লুক্সর হোটেল (1,228 million m³) লাস ভেগাস!! ১৯৯৩ সালে নির্মিত হয়েছিল এই হোটেলটি।

গিজার বিখ্যাত পিরামিডের অনুকরন করে বানানো এই হোটেলটিতে রয়েছে ২৫৫৬ টি রুম!! সাথে ক্যাসিনোতো থাকবেই..... ৫. বেন্ট পিরামিড (1,237 million m³) মিশরেরর দাহশুরে অবস্হিত এই পিরামিডটি নির্মান করেছিলেন ফারাও স্নেফেরু....এর অদ্ভুত আকৃতির কারন হল এর অভ্যন্তরে প্যাসেজওয়ে গুলা অত্যন্ত বড় এবং ভিতরের চেম্বারগুলাও জাইগান্টিক..... ৪. লোহিত পিরামিড (1,69 million m³) পিরামিড বানানোর প্রথম সফল উদাহরন হল এটি...এটিও তৈরি করেছিলেন ফারাও স্নেফেরু। অনেকগুলা অসম্পূর্ন পিরামিড বানানোর পর প্রথম এই পিরামিডটিই ছিল পুরোপুরি সম্পূর্ন.. ৩. গ্রেট পিরামিড অব কলুলা (1,8 million m³) পিরামিডটি দেখতে অনেকটা প্রাকৃতিক পাহাড়ের মতোই। এর মাথার উপর রয়েছে ক্যাথলিক চার্চ Iglesia de Nuestra Señora de los Remedios। স্প্যানিশরা এটি তৈরি করেছিলো ১৫৯৪ সালে বর্তমান মেক্সিকোতে.. ক্যাথলিক চার্চের মাপ হিসাবে নিলে এটিই পৃথিবীর সর্ববৃহৎ পিরামিড। তখন আয়তন দাড়াবে 4.45 million m³..তবুও এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম পিরামিড।

২. খাফ্রের পিরামিড (2,21 million m³) পিতা খুফুর পিরামিড হচ্ছে সবচেয়ে বড়....পুত্র তৈরি করেছিলেন তার চেয়ে সামান্য ছোট একটা পিরামিড। এর বৈশিষ্ট্য হচ্ছে এর সবচেয়ে উপরে যে পাথরটা,সেটি হল খুফুর পিরামিড বানানোর পর অবশিষ্ট থেকে যাওয়া এক মাত্র পাথর। ১. গ্রেট পিরামিড অব খুফু (2,58 million m³) গিজার পিরামিড হিসাবে খ্যাতি পাওয়া এই পিরামিডের কথা সবাই জানেন। প্রায় ২০০ মিলিয়ন পাথর দ্বারা তৈরি এই স্হাপনা বানাতে সময় লেগেছিলো ২০ বছর...কাজ শেষ হয়েছিলো খ্রিস্টপূর্ব ২৫৬০ সালে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.