আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকঃ- দেখিয়া মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ ।

এক ভদ্র মহিলা দাড়ি, কমা সম্পর্কে কোন অভিজ্ঞতা ছিল না । তিনি তার শহরে চাকুরীরত স্বামীর নিকট চিঠি লিখলেনঃ “ওগো সারাটা জীবন শুধু শহরে কাটালে । তাই ছিল তোমার কপালে আমার পা । আরও ফুলিয়া উটিয়াছে উঠানটা । জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা ।

স্কুলে যেতে চায় না ছাগলটা । শুধু ঘাস খাইয়া ঝিমাইতেছে তোমার বাবা । পেটের অসুখে ভোগিতেছে বাগানটা । আমে ভরিয়া গিয়াছে গাভীর পেট । দেখিয়া মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ ।

রোজ আধা সের করিয়া দুধ দেয় তোমারই আদরের ভাই । দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়াছে কিসমতের বউ । প্রসব বেদনায় ছটফট করিতেছে কিসমত । বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার সাহেব । আসিয়া দেখিয়া গিয়াছে তুমি ।

এমন অবস্থায় অবশ্যই আসিবে না । আসিলে বড়ই দুঃখীত হইব । ইতি হাসুনির মা । ” সংগৃহিত তারিখঃ 02/10/07 " নারী তুমি অর্ধাঙ্গ তাইতো আমি বেচে আছি, শুধুই চলার মত । " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.