আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ়ের জলে………নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল ---আচ্ছা এখন বাংলা কি মাস চলছে ? ---কি জানি ! অঝোর ধারায় যখন বৃষ্টি পড়ছে তার মানে বর্ষাকাল । ---আরে বর্ষা ঋতু যে চলছে সেটা তো বুঝতেই পারছি , কিন্তু কি মাস ? ---উফ মাস দিয়ে করবি টা কি ? ---রিমঝিম আষাঢ় মাস হলে তোকে নিয়ে ভোরের বেলায় ছাই রঙা মেঘের জলে ভিঁজবো আর যদি হয় শ্রাবণ , রূপালী বৃষ্টির মাঝে সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে একটি কদম ফুল দেবো । ---রাখ তো এসব কাব্যকথা । অসহ্য লাগে এমন পাগলামী তোর । ---জানিস রিমঝিম এমন একেকটি পাগলামীর অভাবেই একেকটি সম্পর্ক কাঁচের টুকরার মতো ভেঙ্গে পড়ে ভেতরে ভেতরে ।

আর কিছু তো একেবারেই ছাই হয়ে যায় । রিমঝিম জানে শ্রাবণীর এসব পাগলামী তার নিজেরও ভালো লাগে । বাইরে কিছু বলেনা । বারবার চায় সে , শ্রাবণী এমন করুক আজীবন । শ্রাবণীও যে বোঝেনা , তা নয় ।

সবই বোঝে , সে এও জানে এখন চলছে আষাঢ । শ্রাবণ হলে এই সন্ধ্যায় কদম হাতে করে এনে খুব করে ভিঁজতো । আগামীকাল ভোরে রিমঝিমের ঘুম ভাঙ্গিয়ে বৃষ্টিতে ভিঁজবে । ঠোঁটের কোণে একটুকরো দুষ্টু হাসি নিয়ে শ্রাবণী আড় চোখে দেখতে লাগলো রিমঝিম কে । জানালার বাইরে অঝোর ধারায় আষাঢে বৃষ্টি ভিঁজিয়ে যাচ্ছে মাটিকে ।

তারপর আচমকা রিমঝিমের হাত টা টেনে নিয়ে ঘরের বাইরে গেলো শ্রাবণী , আর বললো -- ---যদিও আষাঢ চলছে , তাতে কি ? নিয়ম করে যেমন প্রেম হয়না , তেমনি অনিয়মে অনেক আনন্দ…বুঝলি রিমঝিম ? এন্টিগোনিশ , কানাডা ৩ জুলাই , ২০১১ ইং  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।