আমাদের কথা খুঁজে নিন

   

‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ এর মতোই আরেকটি কাহিনী।

পলাতক আসামীর খোঁজ বের করতে শেষপর্যন্ত ফেসবুকের শরণাপন্ন হয়েছে বৃটিশ পুলিশ। কয়েক মাস ধরে পলাতক আসামী ক্রেইগ লিঞ্চ পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও তিনি নিয়মিত আপডেট করছেন তার ফেসবুক স্ট্যাটাস। তিনি কোত্থেকে ফেসবুকে ঢুকছেন, এমন তথ্য জানতেই ফেসবুকের সাহায্যপ্রার্থী হয়েছে সে দেশের পুলিশ। খবর সিএএন টেকনোলজির। আমেরিকান এই সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ২৮ বছর বয়সী এই আসামী পূর্ব ইউরোপের একটি কারাগার থেকে ২০০৯ এর সেপ্টেম্বরে পালিয়ে যান।

নিজেকে লুকিয়ে রাখলেও ফেসবুকে নিয়মিত তার ‘পলাতক জীবন’-এর বর্ণনা দিয়ে যাচ্ছেন তিনি। ফেসবুকের প্রতি তার আসক্তি এতোটাই বেশি যে তিনি কখন কী খাচ্ছেন এবং কোন তরুণীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তাও স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানাচ্ছেন। পুলিশের এক মুখপাত্র অ্যানি মেরির বরাতে সিএনএন আরো জানিয়েছে, গুরুতর চুরির অপরাধে ক্রেইগ সাত বছরের কারাদন্ডে দন্ডিত হন। তিনি বলেছেন, ‘আমরা ফেসবুকের সঙ্গে কথা বলেছি এবং আমাদের কাছে যেসব সূত্র আছে, সেগুলো কাজে লাগিয়ে তার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছি। ’ তিনি আরো জানান, পলাতক ক্রেইগের অবস্থান খুঁজে পেতে তার স্ট্যাটাসকেও জরুরি সূত্র হিসেবে নিচ্ছেন তারা।

অবশ্য ক্রেইগের জারিজুরি ফাঁস হয়ে যাওয়ায় তার স্ট্যাটাস অন্যরা আগ্রহ সহকারে পড়বে, এটা জেনেই ক্রেইগ সতর্কতার সঙ্গে স্ট্যাটাস লিখে থাকেন বলে মন্তব্য করেছেন বৃটিশ পুলিশের মুখপাত্র। এ যেন সত্য ঘটনা অবলম্বনে স্টিভেন স্পিলবার্গের সিনেমা ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ এর মতোই আরেকটি কাহিনী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.