আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাণ পরম্পরা

কী তুমি পোড়াতে চাও লেলিহান আগ্রাসী আগুণ প্রাচীন কারুকাজ শোভিত ক্যাঙয়ের সেগুন মন্দিরের স্থাপত্যকীর্তি গৌতমের ধ্যান বহুমূল্য পাণ্ডুলিপি পুঁথির পরম্পরা অমূল্য জ্ঞান। হে দস্যুতা কী তুমি উপড়াতে চাও? ধ্যানস্থ বুদ্ধের চোখ ! অর্ন্তদৃষ্টি অর্জিত নির্বাণ প্রতিবেশীনির আস্থা , বিশ্বাসের ভিত্তিভূমি। কী তার পশ্চাৎ প্ররোচনা? বিভুঁয়ে স্বর্ধমের বর্ণিত লাঞ্চনা!! হায়.. একই দায় আমারও কী নয় তোমার কী সেই সাধ্য আছে ? হে লেলিহান বহ্নি শিখা সর্বগ্রাসী দস্যুতা আমার পোড়াবে পরম্পরা বিশ্বাসের , উপড়াবে প্রত্নস্মৃতি অমৃত বাণী উপলব্ধির সারাৎসার প্রজন্মান্তরে ক্রম সঞ্চরণশীল নির্বাণের সুপ্ত হাহাকার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।