আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাণ

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... তখন আমার শরীরে গ্রেট আলেকজান্ডারের রক্ত মুখে এভিল হিটলারের স্বাভাবিক বাকপুটুতা চোখে নেপোলিয়ান, লেনিনের দিক-বিদিক জয়ের নেশা নিরপেক্ষ, শান্তি প্রিয় বুদ্ধের ন্যায় আমার ধৈর্য্য।। মুহাম্মদের মতো আমি নির্ভীক, ভীষন স্হির, ঢেউয়ের মতো সেই আমি কি করে যেন হয়ে যাই আবার যীশুর মতো আবেগী রবীন্দ্রনাথের মতো প্রেমিক, সুমনের মতো নাছোড়বান্দা, প্রথমার মতো সুন্দর চে’র মতো বিদ্রোহী, নিউটনের মতো লাজুক, আইনস্টাইনের মতো অসাধারন্ত্ব মার্কসের মতো একাগ্রতা কিংবা ডারউনের বৃদ্ধ অভিজ্ঞতার রোল বাদ দেই কিভাবে?? অ্যাডাম স্মিথের মতো আমি ভদ্র, এডিসনের মতো আমি ব্যবহারিক স্টিফং হকিং এর মতো প্রতিবন্ধী জিনিয়াস আমি আবার জীবনান্দের মতো খুবই সাধারন, মহাত্মার গান্ধীর মতো আমার মন, আর সত্যজিৎের শৈশব।। সক্রিটিস, আরিস্টিটলের মতো আমি সব ব্যাপারেই কথা বলি শচীনের মতো ছবি আঁকি, সুকান্তের মতো ইচড়ে পাকা তবু আমার স্যার ডন ব্র্যাডম্যানের মতো সাফল্য।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।