আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তফা জব্বারের শো-কজ নোটিশ এবং সামু'র নির্বাণ প্রাপ্তি

শীতঘুম, কেরোসিন আর অপ্রাকৃতিক গন্ধে আপাতত নিশ্চুপ...

* ডিসক্লেইমার: এর সাথে জীবিত কিংবা মৃত কিংবা অর্ধমৃত কিংবা বিকৃত কারো মিল থাকলে তার দায়ভার ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের। সকালটা বেশ রোদ্দেজ্জল...কিন্তু রোদের ছোয়া লাগেনি চোখে মুখে। জানালা পর্দা টেনে দেয়ার ফলাফল দুপুর ১১টা পর্যন্ত ঘুম...তারপর অফিসের ফোন পেয়ে ধড়মড়িয়ে উঠে দৌড়...রাস্তার জ্যাম....সিএনজি'র ধমক ইত্যাদি ইত্যাদি পেরিয়ে এসে নিজের ডেস্কে বসতেই আ্ওয়াজ: এই...আমার কি বোর্ড দিয়ে লিখে কে? টাকা দে...টাকা দে...টাকা দে....! আমি চমকে এদিক সেদিক তাকাই...ভয় লাগে....কিন্তু কাউকেই দেখি না। আবার হাত দিতে যাই...আবার আওয়াজ...টাকা দে....টাকা দে....টাকা দে.... ভয় পেয়ে উঠে পড়ি...বন্ধু সামু'র কাছে ছুটে যাই। সামু তখন ধ্যানমগ্ন।

খুব নিরুদ্বেগ চেহারা করে একে একে দিয়ে যাচ্ছে সকল আশ্বাস। আমি তার শান্ত চেহারা দেখে অশান্ত হতে গিয়েও স্থির হই। ভাবি ধ্যানী বন্ধু সামু তো এবার একটা ভালো কথা বলবেই। বাবা সামু'র আশ্বাস...আসিস...কয়েকদিন পর...তোর সমস্যার সমাধান করে দেবো। কয়েকদিন পর।

আবারও দুপুর ১১টা পর্যন্ত ঘুম...তারপর অফিসের ফোন পেয়ে ধড়মড়িয়ে উঠে দৌড়...রাস্তার জ্যাম....সিএনজি'র ধমক ইত্যাদি ইত্যাদি পেরিয়ে এসে বসতেই গায়েবি আ্ওয়াজ....টাকা দে...কেইস করুম....টাকা দে...কেইস করুম.... পাদটীকা: বন্ধু সামু কিন্তু সেই যে ধ্যানে বসেছিল...আজও তার ধ্যান ভাঙেনি। এই জীবনে ভাঙব্ওে না মনে হয়। না ভাঙুক...সামু'র মাথায় এখন কাক পক্ষীদের বাসা। সামু'র তাতে বিকার নাই। সামু বরং নির্বাণ লাভ করুক।

অভ্র'র সমর্থনে যখন সবগুলো ব্লক ব্যানার দিয়েছে..সমর্থন করেছে...তখন ইউনিজয় এবং ফোনেটিক কি লেআউট ব্যবহার সত্ত্বেও সামু'র কোন বিকার ছিল না...অনেক পোষ্টের জবাবে পাওয়া গিয়েছিল প্রচলিত রাজনীতিবিদদের নির্বাচনের আগের মতো আশ্বাসবাণী। আমরা সেই আশ্বাসকে সত্যি ভেবে আনন্দে ঘুমাতে গিয়েছিলাম। ঘুম ভেঙে দেখি যেই লাউ সেই কদু। এদিকে বাংলা বিষয়ক সকল মেধা বন্ধক নিয়েছেন মো.জ.। অভিযোগ করেছেন "কপিরাইট অফিসে"...বলেছেন ব্লগের সমর্থনকারী কিংবা অন্যান্য মাধ্যমে সমর্থনকারীরা মেহ্দী'দের সহযোগী এবং কুৎসা রটাচ্ছে, মিথ্যে বানোয়াট গল্প বলছে.....আমরা এখনও শুনে ও দেখেও যাই নপুংশক কমিউনিটির মতো।

অন্ততঃ যেটুকু বলবার তার সাহস্ও নেই আমাদের। সত্যিই...এক নপুংশক কমিউনিটির অংশ হয়ে গেলাম। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।