আমাদের কথা খুঁজে নিন

   

‘গণতান্ত্রিক ধারা বজায় রেখে কাজ করুন’

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার শহরের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন তিনি।  
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রথমে কাউন্সিলরদের শপথ পড়ান। এরপর প্রধানমন্ত্রী নতুন চার মেয়রকে মঞ্চে ডেকে নেন এবং তাদের শপথ পড়ান।
গত ১৫ জুন এই চার সিটি কর্পোরেশনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। সিলেটে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, বরিশালে আহসান হাবিব কামাল, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল ও খুলনায় মনিরুজ্জামান মনি মেয়র নির্বাচিত হন।

   
মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “দলের প্রতি আপনাদের আনুগত্য থাকবে ঠিকই। তবে আপনারা শপথ নিয়েছেন, জনগণের দায়িত্ব পালন করতে হবে। ”
গত সাড়ে চার বছরে চার সিটি কর্পোরেশনে যে উন্নতি হয়েছে, এর আগে কখনো তেমনটি হয়নি উল্লেখ করে উন্নয়নের ধারাবাহিকরা বজায় রাখার জন্য নির্বাচিত নতুন জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আপনারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করবেন। … গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে স্ব স্ব দায়িত্ব পালন করবেন, যাতে জনগণের কোনো অসুবিধা না হয়।


দলীয় সরকারের অধীনেও যে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব- চার সিটিতে সরকার তা প্রমাণ করতে পেরেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।   
শপথ নেয়ার পর চার মেয়র মঞ্চে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.