আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল করা যদি গণতান্ত্রিক অধিকার হয়, তবে হরতাল পালন না করাও কি গণতান্ত্রিক অধিকার নয়?

আওয়ামী লিগ বিরোধী দলে থাকতে হরতাল দিয়েছে। বিএনপি দিচ্ছে। জামাত, সিপিবি হরতাল দিচ্ছে। এমনকি নতুন একটি দল জন্ম নিয়ে সেও হরতাল দিচ্ছে। তাই কোন বিশেষ দলকে নির্দেশ করে এই পোস্ট নয়, এই পোস্ট সকলের উদ্দেশ্যে।

কথা হচ্ছে, হরতাল করা যদি গণতান্ত্রিক অধিকার হয়, তবে হরতাল বর্জন করাও গণতান্ত্রিক অধিকার। একটি দল হরতাল দিতেই পারে। তার মানে এই নয় যে, একটি দলে ডাকা হরতাল পালন করতে জনসাধারণ বাধ্য। যে দল হরতাল ডেকেছে, তাদের ভক্ত, অনুসারীরা হরতাল পালন করবে, নিজেদের দরজা-কপাটে তালা ঝুলিয়ে রাখবে, নিজেদের যান-বাহন বের করবে না। সেটাই তো তাদের অধিকার।

কিন্তু জনসাধারণ যদি হরতাল পালন না করে রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া নিয়ে বের হয়, তবে এটা কি জনসাধারণের দোষ? জনসাধারণের কি এটা গণতান্ত্রিক অধিকার নয় যে, তারা যে কোন সময় যানবাহন চালিয়ে চলাফেরা করবে। তাহলে কোন দল হরতাল ডাকলে কেন তারা নিরপরাধ, নিরীহ জনসাধারণকে রাস্তাঘাটে মারধর করে, কেন তারা জনসাধারণের গাড়ি পুড়িয়ে দেয়, দোকানপাট ভাংচুর করে? যারা হরতাল দিতে চায়, তারা দিক। কিন্তু রাস্তাঘাটে জনসাধারণে উপর আক্রমণ যেন না করা হয়, সেজন্য সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে আহ্বান করছি। এরপরও আসুন জেনে নেই, হরতাল সম্পর্কে ইসলাম কি বলে। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.