আমাদের কথা খুঁজে নিন

   

গণতান্ত্রিক সহনশীলতা



গণতান্ত্রিক সহনশীলতা গোলাম কিবরিয়া পিনু ধনী দেশের বাসিন্দারা এসে ঢাকায় নতুন দরদালান হাইরাইজ বিল্ডিং রাস্তায় দামী গাড়ির বহর দেখে আঁৎকে ওঠে তাদের নিজেদের মধ্যে ফসুরফাসুর বেড়ে যায় ভাবে এই দেশ এত ঋণগ্রস্ত! সাহায্যের জন্য তারা ছুটে যায় হাত পাতে! যে দেশের বেশিরভাগ লোক দরিদ্র খানিক চিকিৎসা-সেবা পায় না অনেকে অনাহারে থাকে সে দেশের বাড়িঘর শহরের কোনো কোনো প্রান্ত অশ্রান্তভাবে এত জেল্লাদার হয়ে উঠছে কেন? এখনো অনেকে হাড্ডিসার শ্রমজীবীরা ভুঁড়িহীন-মেদহীন আকুতি নিয়েও বাঁচতে পারে না আবার কিছুলোক দশাসই যারা বেশি চালাকচতুর তারা চর্বি কমাতে জিমে গিয়ে কসরৎ করে ক্ষমতা-রাঙানো মুখে কুতকুত হাসে এসব আকাশ পাতাল অবস্থা দেখে অবাক লাগে তাদের। ভূতের ভয় সাপের ভয় বাঘের ভয়ের চেয়েও গা ছম্ছম্ করে ওঠে এত ব্যবধানের মধ্যে এত কেন স্থিতি! তাদের আরো অবাক লাগে এত কেন গণতান্ত্রিক সহনশীলতা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.