আমাদের কথা খুঁজে নিন

   

উপমা..

চাঁদ বলি না সূ্র্য বলি, কোনটা ফেলে কোনটা বলি তুলনা খুজে পাইনা আমি সভ্যি করে বলতে গেলে, উপমা তোমার শুধুই তুমি ভোর বেলাকার শিশির তুমি, ঝিনুক মাঝে মুক্তা তুমি দূর আকাশের চাঁদ ও তুমি, চাঁদের পাশে তাঁরা ও তুমি গভীর রাতের জ্যোস্ণা তুমি, সবকিছুতে শুধুই তুমি ফুলের মাঝে ভ্রমর তুমি, নীল আকাশের পাখি তুমি ফুল বাগানের ফুল ও তুমি, নির্মল বাতাস সেটাও তুমি সাত রঙগা প্রজাপ্রতি ও তুমি, তোমার উপমা তুমিই তুমি বাংলা মায়ের কন্যা তুমি, করেছো আমায় পাগল প্রেমী সকল শোভার অঙ্গ থেকে, বিণ্দুসম অংশ নিয়ে করলে ধন্য অগাধ ভূমি, সৃষ্টি হয়ে শুধুই তুমি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।