আমাদের কথা খুঁজে নিন

   

উপমা



১ম দিন উপমার আজ মনটা খুব খারাপ। কোনও কিছুতেই আজ মন বসাতে পারতেছে না। করার মত কিছু খুজেও পাচ্ছে না। সাধারণ ব্যাপার। ক্লাসে বান্ধবির সাথে কথা কাটাকাটি হয়েছে।

এমন সময় মোবাইল এ একটা কল আসলো। ছেলেটি উপমার সাথে কথা বলতে চাচ্ছিল। যদিও উপমা অপরিচিত কার সাথে কথা বলেনা। তবুও আজ কি মনে করে যেন কথা বলা শুরু করল। কারন মনটা তার খুব একটা ভাল নাই।

কথা বললে হইত মনটা ভাল হবে। প্রথমে উপমা ছেলেটার সাথে কথা বলে বেশ মজা পাচ্ছিল। ছেলেটি কেমন যেন বোকার মত কথা বলছিল। তার সাথে কথা বলে উপমার খুব ভাল লাগতে লাগল। মানে ছেলেটির প্রথম ঔষধ কাজে লাগল।

প্রায় দুই ঘণ্টা কথা হল। উপমার ছেলেতিকে ভাল লেগে গেল। যদিও উপমা নিজের নাম গোপন রেখেছিল তবুও ছেলেটির সাথে বেশ ভাল বন্ধুত্ত গড়ে উঠেছিল প্রথম দিনেই। ২য় দিন পরের দিন সকাল বেলা... উপমার ফোন বাজছে। উপমা ফোন রিছিভ করল।

দেখল সেই সেলেটি। যার সাথে তার গত রাত এ কথা হয়েছে। ছেলেতি উপমা কে সুপ্রভাত জানাল এবং খুব কেয়ার করতে লাগল। শেই মুহুরতে উপমা নিজেকে সব থেকে সুখি ভাবতে থাকল কারন তার এমন একটা বন্ধু দরকার ছিল। সব ই ঠিক ছিল, কিন্তু উপমা বোকার মত একটা কাজ করে বসলো।

ছেলেটির বিস্তারিত জানা হইনি তার এবং সেই কথা মনেও থাকল না। এভাবে দিন এগুতে থাকল। সম্পর্ক আর গাঁড় হতে থাকল। ১৫তম দিন একের পর এক ফোন...। ।

সকাল- বিকাল- রাত......। বিরামহীন কল এবং ক্ষুদে বার্তা । ১৫ দিন পর বন্ধুত্ত আর সেই জায়গাই থাকল না। ভালবাসায় রূপ দান করল। ২৫তম দিন ছেলেটির ভিতর কিছুটা পরিবর্তন আসল।

আগের মত আর ফোন দেয়না। বেশির ভাগ সময় ফোন বন্ধ থাকে। উপমার মনে কেমন যেন লাগতে লাগলো। ৩০তম দিন উপমা একের পর এক কল দিয়ে যাছছে। কিন্তু ফোন বন্ধ।

ম্যাসেজ দিয়ে রাখল। কিন্তু লাভ হলনা। এভাবে ৩ দিন চলে গেল। ছেলেটির আর কোনো হদিস পাওয়া গেলনা। পরবর্তী ১৫ দিনেও ছেলেটির সাথে যোগাযোগ করা সম্ভব হলনা।

উপমা জীবনের প্রথম ধাক্কা খেল পরিশিষ্ট • বর্তমানে কোন এক মোবাইল অপারেটর সিম কিনলে ৫০০ মিনিট ফ্রী দিছছে। ছেলেটি সেই সিম এর ক্রেতা এবং সঠিক ব্যবহারকারী। • ছেলেটির আরও মেয়ের সাথেই সম্পর্ক আছে, উপমার মত মেয়েরা গিনিপিগ মাত্র। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।