আমাদের কথা খুঁজে নিন

   

গরিবের ঘোড়া রোগ...।

২০০ ভরি স্বর্ণ দিয়ে তৈরী পদক ইন্দিরা গান্ধীর রুহের উদ্দেশ্য পাঠিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার, মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরনীয় স্বীকৃতিস্বরুপ। আপাত দৃষ্টিতে সমস্যা নেই, কারন আপনারা ভাবতে ভালবাসেন আপনারাই হচ্ছেন দেশের মা-বাপ এবং দেশের সব সম্পদ আপনাদের জন্যে হালাল, এমন কী জনগনের জীবনটাও। আজ আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে, আমাদের জাতির পিতা ৫০০ টাকা মূল্যের দলিলে স্বাক্ষর করে এই দেশটাকে আল্লাহর কাছ থেকে কিনে নিজ মালিকানায় করে নিয়েছেন। তবে আমার সমস্যাটা কী জানেন, এক চাকরের মুখ থেকে শুনেছিলাম, "ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তার জন্যে আমি উমর আল্লাহর কাছে দায়ী থাকব।" আমি দেশকে চালাতে ওরকম একটা চাকর চাই, কোন শাসক না। এমন এক চাকর, যে এই ছবিটা দেখলে মরতে চাইবে না কখনো পাছে হাশরের মাঠে তাকে আল্লাহ চেপে ধরেন। প্রিয় প্রধানমন্ত্রী, এই ইতর শ্রেনীর প্রাণিগুলোর মাথা গোঁজার ব্যবস্থা করুন। ২০০ ভরি স্বর্ণের মূল্যের খাত এবং সঠিক হিসাব প্রদান প্রদান করুন। তারপর ব্যক্তিগত দেনা পাওনা মিটাতে যান, এর আগে নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।