আমাদের কথা খুঁজে নিন

   

গরিবের জন্য আল্লাহ ও নাই .............

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়

''গরিবদের পাড়ায় আল্লাহ আসেন না, তিনি থাকেন অভিজাত পাড়ায় । ''আমার কথা নয়, কোন এক লেখকের একটি শ্লোকের সারমর্ম এটি । কথাটি আর না বলে পারলামনা, আমাদের দেশের একজন আইডল, কারো কারো কাছে সুদখোরদের বিশ্বচেম্পিয়ন ইউনুস সাহেবকে এত মাতামাতি হচ্ছে যে কিছু না বললে অতৃপ্তি রয়ে যাবে । দুদিন আগেও যে মানুষটি আমাদের অধিকাংশের কাছে শ্রদ্ধার পাত্র মনে হত তাকে আজ হঠাৎ করে মাটিতে ফেলে দলিত মথিত করেও যেন আমাদের তৃপ্তি মিটতে চাইছে না । কেনরে ভাই ? বিদেশি সংস্হার ৭০০ কোটি টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে বলে এত হই চই করছেন ।

অথচ এই ব্যক্তিটিই দীর্ঘ দুই যুগ ধরে এই দেশের লক্ষ লক্ষ দরিদ্র পরিবারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা শোষন করে এনে সুতি কাপড় পড়ে যখন আপনাদের সামনে এসে দারিদ্র মুক্তির গল্প শুনাত তখন আমরাই শ্রদ্ধায় গদ গদ । তিনি শুধু সুদ খাননি বরং সুদকে এইদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন । তার আদর্শে এখন বাংলাদেশে সুদখোরের অভাব নাই । আর এইসকল বিশ্ব বাটপার সুদখোরদের লোভনিয় অফারে আমাদের দরিদ্র এবং অশিক্ষিত জনগোষ্ঠী ফাঁদে পা ফেলে সারা জীবনের জন্য সুদের জালে আটকে যাচ্ছে । হয় জীবনভর সুদ দাও নাহয় ভিটে মাটি ছেড়ে ভিক্ষার ঝুলি হাতে নাও ।

বলতে পাড়বেন কত পরিবার সুদের ঘানি টানতে না পেরে সহায় সম্বল হারিয়ে পথে বসেছে । কোন জরিপ কি হয়েছে কখনো ? অথচ এই সুদখোরটি যখন নোবেল পেলেন তখন তাকে বাহবা দেওয়া নিয়ে প্রতিযোগিতা কেনা দেখেছে । বলেন গরিবের কে আছে? কদিন আগেও আমাদের সরকার ক্ষদ্র ঋনের সুদের হার ৩০% নির্ধারণ করেছেন তখন কি কেউ এর প্রতাবাদ করেছেন ? কেন করবেন এই সুদতো দিতে হয় গরিবদের, আপনার আমার কি ! অথচ পৃথিবীর কোন সভ্য এবং অসভ্য দেশে সুদের হার এত বেশি আছে কিনা আমার জানা নাই । সর্বশেষ বলব যে যা বলেন, যত মামলা বাজিই করেন, মিছিল মিটিং করেন ইউনুসের কোন ক্ষতি করতে পারবেন না, সুদের হারও কমাতে পারবেন না । সুতরাং গরিবের কিছুই হবেনা ।

তো বলেন গরিবের কেউ আছে ??????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।