আমাদের কথা খুঁজে নিন

   

দাবার ঘুঁটিতে ওবামা-ওসামা!

দুই রাজার লড়াই নিয়ে বুদ্ধির খেলা চলে দাবার বোর্ডে। বোর্ডের সেই ময়দানে যদি থাকে আফগানিস্তানের মানচিত্র, আর এতে যদি লড়াইয়ে নামে ওবামা ও লাদেনের বাহিনী, তাহলে কেমন হবে? সম্প্রতি এ ধরনের দাবার ঘুঁটি ও বোর্ড তৈরি করে বিতর্কের জন্ম দিয়েছে কানাডার কোম্পানি হবি লিজার ম্যানুফ্যাকচারিং। আফগানিস্তানের মানচিত্র দিয়ে দাবার বোর্ড তৈরি করেছে তারা। একটি দাবার সেটে ঘুঁটিগুলোর এক পক্ষে রয়েছে প্রয়াত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের আদলে রাজা। আর রানির বেলায় রয়েছে বোরখাধারীর আদল।

এ ছাড়া হাতিঘোড়াসহ অন্য সব ঘুঁটিতে ফুটিয়ে তোলা হয়েছে আল-কায়েদার জঙ্গিদের আদল। প্রতিপক্ষের রাজার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আদল। রানির আদলে রয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টির আদল। অন্য সব ঘুঁটিতে রয়েছে মার্কিন সেনাদের আদল। আফগানিস্তানের কান্দাহারে এই দাবার সেট প্রচুর বিক্রি হচ্ছে।

দাবার বোর্ডে যারা ওবামা ও ওসামার লড়াই নিয়ে খেলতে চায়, তাদের জন্য এই সেট। যুক্তরাজ্যের সঙ্গে ওসামার লড়াই নিয়ে খেলতে চাইলে এ জন্য অবশ্য আলাদা সেট রয়েছে। প্রতিপক্ষ একই। ওসামা ও তাঁর সহযোগীরা। সেটের ঘুঁটিতে রাজার আসন দেওয়া হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে।

ব্রিটিশ সেনাবাহিনীর পোশাকের ছাপ রয়েছে এই সেটের সেনাদের গায়ে। এই সেটের নৌকার জায়গায় থাকবে লন্ডনের সেন্ট স্টিফেনস টাওয়ার। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফরি ট্রেইনের পরিকল্পনায় এই বোর্ড ও ঘুঁটি তৈরি করা হয়। ট্রেইন এক সময় কানাডার স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। ট্রেইন বলেন, দাবার সেটের মাধ্যমে আমি সবকিছু বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে বিভিন্ন দেশের সেনারা দেশে ফিরে এটি তাদের পরিবারকে দেখাতে পারে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জন্য আলাদা সেট তৈরি করা হয়েছে। এই সেট বিক্রি করে পাওয়া অর্থ আফগানিস্তানে নিয়োজিত সেনাদের খাদ্য ও চিকিৎসার জন্য অনুদান হিসেবে দেওয়া হবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।