আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্সার নিরাময়ের নতুন দ্বার

বৃটিশ বিজ্ঞানীরা "rogue gene" নামে একটি জীনের সন্ধান পেয়েছে যা কিনা শরীরে ক্যান্সার ছড়িয়ে দেয়। এই "rogue gene" কে সঠিক মেডিসিনের মাধ্যমে ব্লক করে দেয়ার মাধ্যমে অনেক ধরনের ক্যান্সার রোগকে রোধ করা যেতে পারে। University of East Anglia এর গবেষকরা বলেছেন যে তাদের গবেষনা এক দশকের মধ্যেই নতুন মেডিসিন প্রস্তুতে সামর্থ হবে যা metastasis নামক ভাইরাসের ভয়ংকর সংক্রামন কে প্রতিরোধ করতে পারবে। এই ভাইরাস ছড়িয়ে পড়ার মাধ্যমে ক্যান্সার সেলগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে ছড়িয়ে পড়ে। WWP2 নামক এই জীনটির অস্তিত্ব ক্যান্সার কোষের ভেতর পাওয়া গেছে বলে গবেষকরা তাদের ২৪শে জানুয়ারিতে Oncogene নামক জার্নালে প্রকাশিত গবেষনা পত্রে জানিয়েছেন।

এটি শরীরের স্বাভাবিক প্রোটিন প্রস্তুত প্রক্রিয়াকে আক্রমন করে তা ভেঙ্গে দেয় যা সাধারনত ক্যান্সার কোষের প্রসারনকে প্রতিরোধ করে। গবেষনাগারের পরীক্ষাগুলোতে UEA গবেষক দল পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে WWP2 কে ব্লক করে স্বাভাবিক প্রোটিন সংবাদক প্রক্রিয়া কে বাড়িয়ে দেয়া যায় যা ক্যান্সার কোষগুলোকে সুপ্ত করে রাখে। এই গবেষনায় গবেষনারত Surinder Soond বলেছেন “ ক্যান্সার রোগের সাথে মোকাবেলায় এবং টিউমারের প্রবৃদ্ধির বিপরীতে এটা ছিল একটি অভিনব ও সাড়া জাগানো উদ্যোগ যা একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে” UEA এর বায়োলজি অনুষদের Andrew Chantry যিনি এই গবেষনার নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন “এখন কাজ হল এমন মেডিসিন খুজে বের করা যা ক্যান্সারের ভেতর ঢুকে যাবে এবং rogue gene এর কার্যক্রম বন্ধ করে দিবে” তিনি আরও বলেন “এটা অনেক কঠিন কিন্তু অসম্ভব নয়” তিনি মনে করেন জীববিজ্ঞানের উন্নততর গবেষনা এই প্রক্রিয়াকে আরও সহজতর করে তুলবে। তিনি মনে করেন আগামী দশ বছরে বিভিন্ন ধরনের ক্যন্সারের আক্রমনাত্বক (যেমন স্তন ক্যান্সার, ব্রেইন ক্যন্সার ও স্কীন ক্যন্সার) প্রসারকে থামিয়ে দিতে এই গবেষনা সাফল্যের মুখ দেখতে সক্ষম হবে।

তথ্য সংগ্রহ ও সংকলনে আরটিএনএন ডট নেট/প্রতিনিধি/তারশ/সেজো ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.