আমাদের কথা খুঁজে নিন

   

অভিযোগ মেলা, কি করলা পা-মেলা এবং "মেয়ে কম গুগল প্লাসে"

বে-ওয়াচ তারকা পামেলা এন্ডারসন সম্প্রতি তার সাবেক প্রেমিক লরেন্স হেলিয়ারের বিরুদ্ধে উপহার দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে এক মিলিয়ন মার্কিন ডলারের মামলা দায়ের করেছেন। মার্কিন ধনকুবের হেলিয়ের লরেন্সের সঙ্গে ছিল তার দীর্ঘদিনের সম্পর্ক। গতবছর তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। পামেলাকে লাসভেগাসে একটি ফ্ল্যাট উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রিয়াল এস্টেট ব্যবসায়ী লরেন্স। প্রতিশ্রুতি রক্ষা না করায় আদালতের স্মরণাপন্ন হয়েছেন পামেলা এন্ডারসন।

২০০৬ সালে লরেন্স হেলিয়ার তার বিলাসবহুল প্রজেক্ট ‘দ্য প্যানোরমা টাওয়ার্স’ অ্যাপার্টমেন্টের প্রচারণার জন্য পামেলার সাহায্য চান। এর বিনিময়ে পামেলাকে লাসভেগাসে একটি ফ্ল্যাট উপহার দিবেন বলে লরেন্স কথা দিয়েছিলেন। কিন্তু সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর বিষয়টি বেমালুম ভুলে যান লরেন্স হেলিয়ার। উপহার আদায়ের জন্য তাই লস অ্যাঞ্জেলেস আদালতে এক মিলিয়ন মার্কিন ডলার চেয়ে মামলা করেছেন পামেলা অ্যান্ডারসন। এ বিষয়ে লরেন্স হেলিয়েরের বক্তব্য হলো, ‘দ্য প্যানোরমা টাওয়ার্স’ প্রজেক্টটির কাজ পিছিয়ে যাওয়ায় পামেলাকে এর প্রচারণার জন্য কোনো কাজই করতে হয় নি।

কাজেই উপহার হিসেবে তার ফ্ল্যাট বা এক মিলিয়ন মার্কিন ডলার দাবি পুরোপুরি অযৌক্তিক। পামেলার দায়ের করা মামলার বিরুদ্ধে তিনি আদালতেই লড়বেন বলে জানিয়েছেন। লরেন্সের মন্তব্যের পর পামেলা এন্ডারসনের নতুন দাবি, প্রজেক্টটির কাজ যদি পিছিয়ে যায় তাহলেও তাকে এক মিলিয়ন ডলার ক্যাশ দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন লরেন্স। সূত্র গুগলের সামাজিক যোগাযোগ সেবা গুগল প্লাসে এক কোটি ব্যবহারকারী থাকলেও ব্যবহারকারীদের অধিকাংশই ছেলে। ফেইসবুকে বা অন্য সামাজিক যোগাযোগ সাইটগুলোতে যে অনুপাতে মেয়ে ব্যবহারকারী রয়েছে, তার থেকে পিছিয়ে রয়েছে গুগল প্লাস।

জানা গেছে, বর্তমানে গুগল প্লাস ব্যবহারকারীদের ৭৩ শতাংশই ছেলে। আর এ কারণে মোট ব্যবহারকারীর ৯৫ শতাংশই 'লুকিং ফর লাভ' স্ট্যাটাস ব্যবহার করছেন বলে ধারণা করা হচ্ছে। অনেকে ধারণা করছেন সদ্য চালু হওয়া গুগল প্লাস সাইটটি এখনো তেমন ব্যবহারবান্ধব হিসেবে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পরিচিত হয়নি, এ কারণেই আশানুরূপ মেয়ে ব্যবহারকারী যুক্ত হয়নি সাইটটিতে। তবে ভবিষ্যতে গুগল প্লাসে সবার যুক্ত হওয়ার সুবিধা চালু করা হলে এ খরা কাটতে পারে বলে মনে করছেন অনেকে। সূত্র এই পেইজটা লাইক দিয়া যান ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.