আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রী

অচেনা অমানিশার আভা আমি চল্‌লাম অমানিশাকে বাহুডোরে বেঁধে শিশির ভেজা ভোরের স্নিগ্ধতাকে আলিঙ্গন করতে , আমি চল্‌লাম ধু ধু মরুভূমির তপ্ত বালুচরের রুদ্ধশ্বাশকে অথই নীলিমার মাঝে স্নিগ্ধ শুভ্রতায় পরিপূর্ণ করতে , আমি চল্‌লাম সমুদ্রের উত্তাল প্রহারকে উপেক্ষা করে অসীমের মাঝে সীমানার এক প্রান্ত খুঁজে নিতে আমি চল্‌লাম রুক্ষ, দগ্ধ গ্রীষ্মের উত্তক্ততাকে অতিক্রম করে সমস্ত শরীরে বৃষ্টিভেজা শীতল আবেশ ছড়িয়ে দিতে, আমি চল্‌লাম শীতের কাঁপনে জড়ো হয়ে থাকা প্রক্রিতির মাঝে বসন্ত রঙ্গিন শিহরণ সঞ্চারিত করতে , আমি চল্‌লাম নৃশংস, হিংস্রতাকে মায়াবী জালে আবদ্ধ করে বিশ্ব মাঝে মনুষত্যের জয় জয়কার করতে , আমি চল্‌লাম সাদাকালোর মাঝে লুকিয়ে থাকা সোনালী আলোকে তার পরিপূর্ণ রঙ্গিন আভায় রাঙ্গিয়ে তুলতে । আমি চল্‌লাম জেগে ওঠা সবুজ তারুণ্যের হাত ধরে বিশ্ব প্রকৃতির যতসব হিংসা-বিদ্বেষ জলাঞ্জলি দিতে , আমি চল্‌লাম সাম্প্রদায়িকতার জালে জড়িত অন্ধ পৃথিবীকে অসাম্প্রদায়িক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে আমি চল্‌লাম রঙ্গিন তুলিতে আঁকা স্বপ্নিল বন্ধুত্বের দিগন্তজোড়া আহ্বানে সাড়া দিতে । চল্‌লাম , আমি চল্‌লাম হে ধরণী, হে মানবতা , জানিনা কখন শুরু হবে সেই বন্ধুত্বের জয়গান যে জয়গানে মুখরিত হবে সব মানবের প্রাণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।