আমাদের কথা খুঁজে নিন

   

কুমার জীবন

আমি আকাশ নীলীমায় ঘেরা একজন পুরুষের জীবনে রয়ে গেছে কিছু ভাগ, যার মধ্যে কোনটার জন্য মনে থাকে অনুরাগ! যখন সেটা পার হয়ে যায়, মনে থাকে কষ্ট; কভু ফেরানো যাবে না সেটা, তা তো সুস্পষ্ট! মাত্র একবারই জীবনে আসে সেই সুবর্ণ সময়, কুমার জীবনই সেটা, যদি কেউ তার নাগাল পায়! এটা সেই জীবন যেথা মানুষ পায় কিছু উত্তালতা, এটাই সেই সময় যখন সে পায় ‘না’ বলার স্বাধীনতা। কুমার জীবন উপভোগ্য কিন্তু যে ভোগ করতে পারে, বিয়ের পরে যা হারিয়ে যেতে পারে কিন্তু চিরতরে! জীবনের সুবর্ণ সময়গুলো তো আসে না বারবার, তাই চেষ্টা কর এর পরিপূর্ণ সদ্ব্যবহার করার! বৈবাহিক জীবনে অনেক সময় এসে যায় জটিলতা, নিজের দিকে নজর দেবার তখন আর সময় কোথা? অনেক ছেলেই আগে ভাগে বুঝতে পারে না এটা, বুঝে তখনই যখন জটিল আকার ধারণ করে সেটা! বিয়ের পরে একটা ছেলের জীবনে আসে পরিবর্তন, কিন্তু সেটা সে বোঝে না যখন সময়ের হয় সংক্ষেপন! নিজের আবেগ অনুভুতিগুলোর দিও না অকাল সমাধি, মুল্যায়ন করতে শেখ কুমার জীবনের সংক্ষিপ্ত কালবিধি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।