আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ হলো পিতার কাধেঁ সন্তানের লাশ...

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ হলো পিতার কাধেঁ সন্তানের লাশ। এক জন মানুষের জীবনে চরম সত্য, তাকে মারা যেতে হবে। কিন্ত কেমন মরণ। চট্টগ্রামের মিরসরাই ৪৩ শিশুর মরণ! সাদা কাফনে জড়ানো শিশুগুলোকে দেখলে মনে হবে এক একটি পুতুল..শুয়ে আছে..কেউ কেউ হাসছে। যে দূর্ঘটনার কথা বলতে গেলে ছোখ ভিজে যায়।

অথচ নির্মম সত্যটি হলো, এ ঘটনার পেছনে দায়ী যে শয়তান সে হলো গাড়ীটির ড্রাইভার। সে নাকি মোবাইলে কথা বলছিল..পেছন থেকে আসা গাড়ীটিকে সাইড দিতে গেলে গাড়ী উল্টে যায়। সে শুয়োরের বাচ্চা পালিয়ে গেলেও গাড়ীর নিচে ১০ ফুট পানিতে ডুবে যায় কোমল মতি শিশুরা। খেলা পাগল এসব শিশু দল বেধেঁ মিনি ট্রাকে করে তাদের গ্রামের দিকে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভেতরে মিরসরাই এর আবু তোরাব ইউনিয়নে বাই পাস সড়কে গাড়ীটি দ্রুত গতিতে চলছিল।

একটি সেতুতে উঠার পর নামতে গিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে ছিল না কোন যানবাহন। আহত অনেকে পানির ভেতর থেকে কোন মতে উঠে এলেও ১০ ফুট পানি গ্রাস করে নেয় ৪৩ জনকে। মিরসরাই থানার ওসি সর্বশেষ ৪৩ জনের মারা গেছেন বলে ঘোষণা দিলেও রাত বাড়ার সাথে সাথে এ হার আরও বাড়বে বলে জানা গেছে। সন্ধ্যা ৭টা থেকে বাবার কাধেঁ করে সন্তানের লাশগুলো আবু তোরাব উচ্চ বিদ্যালয়ে আসতে থাকে।

এক ঘন্টার মধ্যে লাশের সারি লম্বা হতে থাকে। সন্তানের লাশের কাছে বসে একজন বাবার আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। আসুন আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি। কামনা করি মাগফেরাত। সৃষ্টিকর্তার কাছে বলি, এমনভাবে যেন আর কোন শিশু মারা না যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.