আমাদের কথা খুঁজে নিন

   

ছাগু বলে গালি দিবেন দেন কিন্তু প্রশ্ন কয়টার উত্তর তো দিবেন.............

অযথা ক্যাচাল পছন্দ না, তাই তালগাছবাদীরা দূরে থাকুন আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সহজ কথায় তাই আমার ও প্রথম পরিচয় মানুষ। কিন্তু কিছু কিছু খারাপ ও নষ্ট চিন্তাধারার লোক আছে যারা মানুষকে খেতাবী নামে না ডেকে শান্তি পায়না। মানুষের কাজ কে কখনও অসম্মান করতে হয়না এটা তো নবীজি ই শিখিয়েছেন তাহলে আমরা মগবাজারের আন্ত: পাড়া টেম্পো পরিষ্কারক ও ঝাড়ুদার সমিতির লোকজনদের শুধু শুধু তারা ছাগু ডাকবে কেন?? তারা নিজেরা নামে ইসলাম করে কামে করেনা কিন্তু আমাদের অপমান করতে ছাড়েনা। মহান গোলাম আজম (ৃুোং) কে উনারা গোআ বলেন নাস্তাকফিরুল্লাহ। এই গুনার বিচার একদিন নিশ্চয় ই হবে।

যাই হোক ছাগু বললেও অন্তত আমি রাগ করিনা। কেননা কুকুরের কাজ তো কুকুরে করবেই তাই বলে কি আমি এই মহান নেতার আঁচল এর তলার থেকে বেরিয়ে আসবো??( এখানেও মূর্খরা প্রশ্ন করবে গোআ কি শাড়ি পরেন যে আচল থাকবে?) যাই হোক আচল হোক আর পাঞ্জাবি হোক আর লুঙ্গি ই হোক না কেন, তাতে কোন সমস্যা নাই। উনাদের নজরে থাকার মত ভাগ্য কয়জনের হয়। কিন্তু আজকে বয়ান শুরু করেছি এই কারণে না, কথাটা হচ্ছে বাংলাদেশ সরকার সংবিধান সংশোধন করলো, সেখানে বিস্‌মিল্লাহ আর রাষ্ট্রধর্ম ইসলাম রেখে একটু হলেও ভাল করেছে না হলে যারা ধর্মপ্রাণ আছি বাংলাদেশে তারা যদি বাদজুম্মা একবার বদ দুয়া করে ফু দিতাম এমন সরকার পরতে দুই মিনিট সময় ও লাগতো না। কিন্তু আমি পরছি ভেজালে একে তো গোলাম আযম সাহেব (োুৃৃ) দৌড়ের উপর আছেন আর নিজামী ও অন্য সব হুজুরেরা তো জেলে আছেন তাই আমার এই প্রশ্ন গুলোর উত্তর পাচ্ছিনা।

তাই আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আমার প্রশ্নগুলোর একটু উত্তর দেন। ছাগু বলে গালি দিবেন দেন কিন্তু একটু উত্তর দেন। ১. বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তার মানে বাংলাদেশ মুসলিম, মানুষের জন্য বেহেশ্‌ত আর দোযখের কথা আছে কিন্তু দেশ হিসেবে কে বেহেশ্‌তে যাবে তা তো কুরআনে মনে হয় নেই। সেক্ষেত্রে বাংলাদেশ বেহেশ্‌তে গেলে হুর পাবে নাকি?? পাইলে কি করবে ??? ২. আল্লাহ আমাদের মানুষদের জন্য যে সব জিনিস ফরয করছেন যেমন রোজা, যাকাত, নামাজ ইত্যাদি; কিন্তু মুসলিম হিসেবে এই বাংলাদেশ কি এসব পালন করে?? না করলে এর কি গুনা হচ্ছে না??? এই ব্যাপারে কি করা যায়??? আমি খুবই টেন্সিত এ ব্যাপার টা নিয়া। ৩. বাংলাদেশে বেশ কিছু কাফির আছে ( যদিও হুজুরদের নির্দেশে তাদের সঠিক সংখ্যাটা আমরা কখনও উল্লেখ করিনা) তারা তো পূজা, প্রার্থনা করে কিন্তু একটা মুসলিম দেশের অভ্যন্তরে থেকে এসব করলে কি বাংলাদেশের গুনা হচ্ছেনা??? ৪. একজন মুসলিম হিসেবে তো ইসলামিক আইন কানুন গুলো মান্য করা উচিত, কিন্তু দেশে ইহুদি, খ্রীষ্টানদের করা অনেক আইন এখনও বলবৎ আছে পাশাপাশি প্রতিনিয়ত আইন তৈরী করা হচ্ছে এটা কি ইসলামের বিরুধিতা হচ্ছেনা?? আল্লাহ তো বেজার হবেন।

৫. নবিজি যেখানে বিধর্মীদের জন্য বিভিন্ন প্রকার করারোপ, তাদের সুযোগ সুবিধা কম রেখেছেন, তাদের জন্য বিভিন্ন বাধ্যকতা রেখে গেছেন সেখানে বর্তমান সরকার সমান অধিকারের কথা কিভাবে তুলছে?? আপাতত এই প্রশ্নগুলোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে অনেক কষ্টে দিনে ঘুমিয়ে পুষিয়ে নিতে হচ্ছে। আপনারা আমারে দশবার ছাগু বলেন আপত্তি নাই কিন্তু এই প্রশ্নগুলার উত্তর দেন তো ভাই। শুধু তো নামে মুসলিম হলেই হবেনা । দেশকে অবশ্যই ইসলামিক নিয়মকানুন গুলো পালন করতে হবে। নয়তো দেশ কখনও বেহেশতে যাবেনা।

আমাদের মহান নেতা বলেছেন যদি এমন সোনার দেশ বেহেশতে না যায় তবে সেই বেহেশতে গিয়ে কি করবো আমি???? হায় হায় যদি নেতা না যায় তবে আমরা তো ঐ নাম ও নিতে পারিনা । দয়া করেন ভাইয়েরা উত্তর দেন......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.