আমাদের কথা খুঁজে নিন

   

জাগো নারী জাগো; বহ্নি শিখা! (প্রসঙ্গ ভিকারুন নিসা)

নিজেকে শিক্ষিত ভাবতে চাই, কারন আমি যা শিখি আমি তা বিশ্বাস করি। আমার শিক্ষা আমার বিবেক কে জাগ্রত করে। এবং অপশক্তির কাছে মাথা নত করতে আমার বিবেকে বাঁধে। আজকে সকাল থেকেই স্কুল প্রাঙ্গনে ছিলাম। প্রথমে ভেবেছিলাম কয়জন ই বা আর আসবে।

আজকাল কেউ আসতে পারুক বা না পারুক ফেইসবুকের ইভেন্টগুলোতে 'এটেন্ড' বাটনে কিল্ক করে চলে যান। কিন্তু আজকে প্রায় শ তিনেক ভিকি এবং প্রায় শ খানেক অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে। বিশেষ করে বলবো, বর্তমান ভিকি বোনদের কথা। গত কালের সকল হুমকি উপেক্ষা করে তারা যেভাবে এসেছে এবং কথা বলেছে। অসাধারণ পোস্টার তৈরি করে এনেছে তা সত্যিই প্রশংসার যোগ্য।

একটা সময় এমন হয়েছে, যখন আমরা এক্স ভিকিরা ভয় পাচ্ছিলাম, কিন্তু তারা ছিল অদম্য। আমাদের আজকের প্রধান ৫ দাবি ছিল- ১ প্রচলিত আইনের মাধ্যমে যতো দ্রুত সম্ভব যথাযথ বিচার করতে হবে। ২ বাকি ৬ জন কে সাসপেন্ড করতে হবে। ৩ হুসনে আরা বেগমের পদত্যাগ চাই। ৪ আমাদের বোনটা পৃথিবীর যে প্রান্ত থেকে শিক্ষা গ্রহন কড়তে চায়, তার দায়িত্ব নিতে হবে স্কুলকে।

৫ স্কুল কলেজের যে বোনেরা প্রতিবাদ করছে, কোন অযুহাতেই তাদেরকে হায়রানি করা যাবে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও আন্তরিক ভাবে কৃতজ্ঞ আমাদেরকে এতো সুন্দর করে সহায়তা করার জন্য। আমাদের কোন রুপ বাধা না দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন তারা। আরও অনেক কিছুই লেখার ছিল। কিন্তু ভাবনাগুলো বড় বেশি এলোমেলো হয় যাচ্ছে।

একটু পড়ে না হয় আবার বসব। আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.