আমাদের কথা খুঁজে নিন

   

জাগো আকাশ জাগো

সুখি মানুষ

আকাশ তুমি কার? মেঘ বলেছে তুমি নাকি জান না খোলা জানালা কাকে বলে? তুমি কি মরিচিকা দেখেছো? দেখেছো কি পদ্ম পুকুরে কি অবাদে ওরা পদ্ম কুড়ে কুড়ে কি আনন্দে হাসছে, খেলছে বেলা পার করে দিচ্ছে ? দেখেছো কি ওদের অবাধ বিচরন ওই আধ ডোবা পুকুরে কাদায় মাখা মাখি খেলে, কি পরম তৃপ্তি তার সারা শরীর জুড়ে, নেই কোন আক্ষেপ, কাঁদায় হার না মেনে কাদাকে হাড় মানিয়েছে কী রকম ভাবে? আকাশ তুমি জানো কী, ওড়া পড়ন্ত দুপুরে দল বেঁধে ধুলো গড়া পথ জুড়ে শপথ তুলে ধুলি ঝড় তোলে তোমাকে রক্তাক্ত করে ফেলে, ওড়া রাত কে আলোকিত করে নিজের হাতে ফসল সোনালী ফসল, তুমি কি দেখেছো ঘুড়ি তোমার গায়ে কত রঙ এ রাঙ্গানো, এতো খেলার ছলে তোমার সাথে আলিঙ্গন করা... তবুও কেন তুমি নিস্প্রাণ আজ? কেন বসে আছো একা একা? চলে এসো না ওদের দলে, তুমিও কাদায় মাখবে দেহ মন প্রান, ধুলায় লুটাবে তিমির রচিবে, আনবে দিবস সোনালী ফসল, শীতের পিঠে মেঘ হতে বৃষ্টি ছল ছল ছল... বহু দিন ধরে ভাবছি কিছু লিখবো লিখবো করে, কিন্তু আর লিখা হয়ে উঠে না, কিন্তু আজ আর না লিখে পারলাম না...নতুন করে আজকে প্রায় ৭ কি ৮ মাস পরে লিখলাম...ভাল হোউক মন্দ হউক তা নিয়ে কিন্তু মোটেও ভাবছি না, বরং লিখতে পেরে কেমন জেনো একটা স্বস্তি অনুভব করছি, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন... আর আরেকটি কথা, বানান ভুল গুলো একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.