আমাদের কথা খুঁজে নিন

   

জাগো বাঙ্গালী,জাগো।

তুমি মহাসৃষ্টির সহোদর, সহোদরা জলন্ত অগ্নির,অগ্নি চেতনায় শান্ দাও ।বানিয়েছি ডুগডুগি বাজাও বাজাও।

জাগো বাঙ্গালী,জাগো,শুধু একটি বার প্রাণের উচ্ছাসে জেগে উঠ,চেয়ে দেখ এই দেশ,মাটি ও মানুষ।অনুভব কর তুমার প্রাচীন অস্তিত্‌ ,যেখানে মিশে আছে শত সহস্র বিদ্রোহীর রক্ত ।এই নষ্ট সমাজে ইতর্‌ প্রাণীর মত বেচে থাকা আর কত বাঙ্গালী ?তুমি কী শুনতে পাওনা তুমার রক্তে ক্ষুদিরাম,প্রীতিলতা,সূর্যসেন,রফিক,সালাম,এবং আরো সহস্র বিদ্রোহীর বুকফাটা আর্তনাদ?তবে কেন ?তুমরা এত নিরব নিশ্চুপ।ঐ যে কৃষকের মুখের ভাত কেরে নিচ্ছে কিছু মধ্যস্বত্‌ভোগী ব্যবসায়ী,আমাদের গায়ের চামড়া দিয়ে জুতা বানাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্‌রা,আমাদের গায়ের রক্ত জোকের মত চুষে নিচ্ছে রাষ্টের কতিপয় শিল্পপতি,আর আমাদের ভিক্ষার ঝুলি ধরিয়ে দিচ্ছে সরকারের আমলা ও কর্মকর্তা ব্যক্তিরা।আর কতটা পিষ্ট হলে তুমরা জেগে উঠবে ?তুমাদের কাছে আমার কাতর অনুরোধ,৭১ এর মত আরো একবার আমরা একত্রিত হই,নর্দমায় ছুড়ে ফেলে দেই এইসব পিশাচ দেশদ্রোহীদের ।আরো একবার প্রমাণ করি আমাদের রক্তের বিদ্রোহী নাচন্‌ এখনো থামেনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.