আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল সফল করতে class ত্যাগ করল Eastern University এর একদল শীক্ষাথী

পৃথিবী নামক রঙ্গমঞ্চে আমরা সবাই প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। যার অভিনয় যত ভালো হচ্ছে, সে তত সেরা হচ্ছে। “আলোকিত বাংলাদেশ” নামক একটি (নতুন) সংগঠনের প্ররোচনায় হরতাল সফল করতে class ত্যাগ করল Eastern University এর একদল শীক্ষাথী। বাংলাদেশ এ private university এর ইতিহাসে এটাই সম্ভবত প্রথম ঘটনা যে, দেশ রক্ষার জন্য class ত্যাগ। অনেকের ইচ্ছা ছিল হরতালে প্রতাক্ষভাবে যোগ দিবে। কিন্তু, যথাযথ নেত্রিত্রের অভাবে আর সেটা হয়নি। “আলোকিত বাংলাদেশ” নামক সংগঠনটি নতুন বলে অনেক কিছু করতে পারেনি। যা করা উচিৎ ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.