আমাদের কথা খুঁজে নিন

   

যাদের স্নায়ু দুর্বল তারা এ পোস্ট পড়া থেকে বিরত থাকুন

আমরা প্রায় সবাই বাসায় ফ্যান ব্যবহার করি । আজকে এই ফ্যান নিয়ে একটি গল্পো বল্বো । রাজু এবং রানা দুই ভাই । পিঠাপিঠি দুই ভাই । দুই বছরের ছোট বড় ।

রাজু বড়, রানা ছোট । মধ্যবিত্ত পরিবারের ছেলে তারা,তাই একই বিছানায় ঘুমায় তারা । রাজু রাতের বেলা ফ্যান চালিয়ে ঘুমাতে পছন্দ করে কিন্তু রানা তা করে না । তাদের ফ্যানটি ছিল পুরনো। প্রায়ই শব্দ করে চলতো ।

একদিন ফ্যান চালানো নিয়ে দুই ভাই এর মধ্যে খুব ঝগড়া হলো । এক পর্যায়ে রানা রাজুকে বললো তোর মাথায় ফ্যান ভেংগে পরবে । রাজু তার কথায় কোন পাত্তা দিল না । তারপর রাজু চান্স পেল খুলনা মেডিকেল এ । তাই তাকে হোস্টেল এ চলে যেতে হলো ।

সেখানে সে সরকার থেকে একটি খাট,একটি টেবিল,একটি ফ্যান পেল । ফ্যানটি ছিল অনেক পুরনো,অনেক আওয়াজ করতো । ফ্যানটি ছিল ঠিক রাজুর মাথার উপর । একদিন বিকট আওয়াজ করছিল,তাই রুম্মেটদের অনুরোধে রাজু বন্ধ করলো । পরদিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই সবাই আরামে ঘুমাচ্ছিল।

সকালে উঠে সবাই দেখলো রাজুর মাথা থেকে প্রচুর রক্ত পরছে,আর ফ্যানটি মাথার পাশে পড়ে আছে । তার রুম্মেটরা ধরে তাকে জলদি করে হাস্পাতালে নিয়ে গেল । অল্পের জন্য বেচেঁ গেল তার জীবনটা । এরপর সে একটি টেবিল ফ্যান কিনলো । ঠিক তার এক সপ্তাহ পর খবর এল রানার মাথায় ফ্যান ভেংগে পড়ে রানা মারা গেছে ।

এখন রাজু বিবাহিত তারপরও তার ঘরে একটিও ফ্যান নেই ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.