আমাদের কথা খুঁজে নিন

   

স্বয়ং অবগাহন

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। অনেক ভালোবেসেছি, মানুষকে ; প্রেয়সীকে আজ আমি আমাকে ভালোবাসাবো, বিদেশী দামি ব্লেডে সেভ করবো, শানিত কার্টারে নখ কাটবো, বগল, আর দেহের যত ঘাস, আগাছা এক খাটিঁ কৃষকের মতোন পরিস্কার করবো তার কৃত্রিম ফোয়ারায় এগিয়ে অনেক শুভ্র সত্য জলে স্নান সারবো আজ স্নানোত্তর প্রসাধনীর ঘ্রাণে সকালের কচি বাতাস ভারি করে তুলবো তারপর দেশজ খাবারে নাস্তা সেরে খাটিঁ বাঙালি পোশাকে অরণ্যের নির্জনতায় হারিয়ে যাবো। টুপটাপ, খসখস, মসমস শব্দে অরণ্যদেবি গান শোনাবে আমি লোকালয় ছেড়ে আনন্দলোকে হারাবো আজ আমাকেই ভালোবাসবো আমি ; আমি আজ কারো নই, আজ আমার, কোনো প্রলোভনে ভুলবো না আজ ভুলে গেছি, প্রেয়সী, প্রেম দেশ আর সমাজ।

২৩.০৭.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.