আমাদের কথা খুঁজে নিন

   

নেপালে এক মজজিদের মিনার স্থাপনে স্বয়ং আল্লাহর সহাযোগীতা



নেপালের এক মসজিদ নির্মানের সম্পূর্ণ কাজ প্রায় শেষ হয়। শুধু মিনার স্থাপন বাকি ছিল। প্রশাষণ মসজিদ কতৃপক্ষকে জানিয়ে দেয় মিনার এখন স্থাপান করা যাবে না। পরবর্তীতে দেখা যাবে। তখন মসজিদের ঈমাম স্বপ্ন দেখে আল্লাহ নিজেই এই মিনার স্থাপান করে দিবে।

মিনারে সাদা কাপড় পেচিয়ে রাখতে বলা হয়। পরদিন দিনের বেলা সেই মিনার নিজে নিজেই উপরে উঠে যায়। ইউনিউবে এমন একটা বিড়িও দেখে বন্ধুমহলে আলোচনার ঝড় উঠে। চলে তর্ক পাল্টা তর্ক। আমি বরাবরের মতই এইসব ফেইক, অতি উৎসাহী আস্তিকদের মাত্লামি আর ইসলামকে হেয় পতিপন্ন করার হাতিয়ার বলে উড়িয়ে দেই।

এবং এসবে বিশ্বাস না করতে বলি (যদিও আমি বিশ্বাস করি আল্লাহ ইচ্ছে করলে এমনটা করতে পারেন)। বিষয়টা ব্লগে শেয়ার করলাম। সবার মতামত চাই। সবাইকে এই লিংকটা ভিজিট করার জন্য অনুরোধ করছি। বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।