আমাদের কথা খুঁজে নিন

   

স্বয়ং ঈশ্বর মানুষের বিরুদ্ধে

পাখি এক্সপ্রেস

আমাদের কিছুই করার নেই, যখন স্বয়ং ঈশ্বর আমাদের বিরুদ্ধে। মানুষদের পক্ষে দেবতাদের দ্রোহধ্বনি একবারই প্রতিধ্বনিত হয়, কারণ সূর্য্য প্রচুর তাপ দিতে ভালোবাসেন ! আধিপত্যবাদের অশ্লীল নৃত্য আর পুন:পরাধীনতার কৌমুদী চাহনীতে মানুষের সৌকুমার্য স্বভাবতই অসহায়। অদৃশ্য বাগধারায় আঁকে মুক্তির সরল পথ; অন্য পথে ম্রিয়মান ভাবুকেরা আরশিনগরের খোঁজে- তখনও অবমর্শ নাগরেরা নেশার ঘোরে। অশ্লীলেরা আর শ্লীল থাকে না ! সমকৌণিক অবস্থানের বাস্তবতা তখন আড়াআড়ি রূপে পাপের উৎসের সন্ধানে - ঈশ্বরের ইশারায়; সমতা রক্ষার অস্পষ্ট নির্দেশে সরিসৃপেরা খোলশ বদলাতে বদলাতে উভয়চর মানুষগুলোর স্থান হয় দালাল ঘরে- পুরো ঘরেই ধর্ষিতা আত্মার দুর্বলতার হাহাকার! ঈশ্বর তখন সংখ্যাগুরুদের বিরুদ্ধে, যখন সংখ্যালঘু শামুকেরা গর্তে থাকে। ক্ষুধার্তরা লাখ ছাড়িয়ে কোটিতে যায়, কোটি ছাড়িয়ে অগুনতির পেটের চামড়া অন্তরীক্ষের স্পর্শে ঈশ্বরের কাছাকাছি। এবার ঈশ্বর ঘুমিয়ে যান! শামুকহীন গর্তগুলো পুকুরপাড়ে, ক্ষেতের আইলে; শামুকেরা সোৎসাহে চাবুক হাতে তুলে নেয়- আমাদের সস্তা দেহে লালচে কালো দাগ, সম্বল যখন মা-ঈশ্বর! আমরা "মানুষ"দের বেপরোয়া ছুটোছুটি অতীত দ্রোহে মুক্তির পথে। প্রশ্নবোধক খদ্দেরের অপরাধবোধ আমাদের সুবোধ চেহারায়! অতীত-এর বুকের ধড়পড়ানির শব্দে ভাঙ্গনের সুর অভিমানের বিলাপ রোদন- মানুষগুলো নষ্ট হয়ে গেছে! এখন ''বর্তমান'' আমাদের বিরুদ্ধে। ঈশ্বর আমাদের বিরুদ্ধে। যখন সত্যের বিরুদ্ধে গিয়ে অতীত দ্রোহ ভুলে অস্তিত্বের নিলাম ডেকে হাসতে হাসতে বলি- আমরা অপেক্ষাকৃত সুখী জাতি ! ৩১.০৭.০৮ রাত ০৮.৪৫ মি.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.