আমাদের কথা খুঁজে নিন

   

বহুল কাঙ্খিত পদ্মা সেতু কি হবে??

পদ্মা সেতুর নকশা প্রণয়নে ব্যয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেতুর বিভিন্ন অংশের নকশা এখনো চূড়ান্ত হয়নি, অথচ চুক্তির পুরো ১১৬ কোটি টাকাই উঠিয়ে নিয়ে গেছে নকশা প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান মনসেল-এইকম। এখন বাকি কাজের জন্য আরও প্রায় ৭০ কোটি টাকা দাবি করছে তারা। পরামর্শকদের এই চাহিদা অনুযায়ী, বাড়তি অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এ নিয়ে প্রকল্প পরিচালক ও সেতু বিভাগের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সেতু বিভাগের পক্ষে বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়ে দিয়েছেন, মনসেল-এইকম চুক্তি অনুযায়ী সময়মতো কাজ না করেই সম্পূর্ণ অর্থ উঠিয়ে নিয়েছে।

সুতরাং বাকি কাজ তাদের বিনা পারিশ্রমিকে করতে হবে। যদি প্রকল্প থেকে বাড়তি অর্থ দিতেই হয়, সে ক্ষেত্রে যথাযথ কারণ উল্লেখ করে তা সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। পদ্মা সেতু নির্মাণ সরকারের অগ্রাধিকার প্রকল্প। অভিযোগ উঠেছে, এই সুযোগে প্রকল্প-সংশ্লিষ্টরা নানা ছুতোয় ব্যয় বাড়িয়ে নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় নকশা খাতেও ব্যয় বাড়ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.