আমাদের কথা খুঁজে নিন

   

বহুল প্রচলিত কাহীনি!

পাঙ্খা না থাকলেও উড়বার পারি । তাই খলি উড়বার মন চায় ! এক লোক তার নতুন গাড়ি পরিষ্কার করছিল, এই সময়তার চার বছরের মেয়ে পাথর হাতে গাড়িটির কাছে যায় এবং গাড়ির একপাশে পাথর দিয়ে আঁচড়িয়ে কিছু লেখে। লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে তখন সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করা শুরু করে। পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানতে পারে যে তার মেয়ের হাতেএকধিক ফ্র্যাকচার হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যাথায় তার বাবাকে জিজ্ঞেস করে, “বাবা, আমার হাত কবে ঠিক হবে?”, তখন লোকটি নির্বাক হয়ে পড়ে।

সে তার গাড়িটির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে। সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছেতা ভেবে সে অত্যন্ত কষ্টপায় এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে। এসময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর দিয়ে আঁচড় কেটেছিল সেখানে। সেখানেলেখা ছিল, “বাবা, আমি তোমাকে ভালবাসি”। . . . *** ক্রোধ এবং ভালবাসারকোন সীমা নেই।

মনে রাখবেন, বস্তুগত জিনিষ আছে ব্যাবহারের জন্য এবং মানুষ আছে ভালবাসার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের দিনে বস্তুগত জিনিষকে ভালবাসা হয় এবং মানুষকে ব্যাবহার করা হয়। ** My opinion : Saagol naki !! “বাবা, আমি তোমাকে ভালবাসি”। Eita loktar notun car a lekhar.mane ki !! R bap dile du_ekta thabra dte pare. But marte marte hospital !!! LoL. Tyle sure nijer meye na. Bow r bf r poyda. Banano purai foul ekta kahini.। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.