আমাদের কথা খুঁজে নিন

   

বহুল পঠিত কিছু জোকস্!



বহুল পঠিত এই জোকসগুলো যারা পড়েননি, যাদের চোখ এড়িয়ে গেছে, তাদের জন্য নেট থেকে ধার করে এনে আমার এই প্রয়াস। ================================ >আপনি কে? >গরীবের রাজা রবীন হুড। >আপনার ছেলে মেয়ে কয় জন? >ওরা এগার জন। >বড় ছেলে কি করে? >টপ-রংবাজ। >মেঝো ছেলে? >বিশ্ব প্রেমিক।

>তার পরের জন? >সেয়ানা পাগল >ছোট ছেলে কি করে? >কুলি নাম্বার ওয়ান। >কোন জিনিসটা আপনার অপছন্দ? >হঠাৎ বৃষ্টি। >আপনার শ্বশুর সাহেব কি করে? >পদ্মা নদীর মাঝি। >আপনার স্ত্রী সম্পর্কে বলুন? >চাপা ডাঙ্গার বউ। >ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন।

>গরীব কেন কাঁদে? >ভক্তদের উদ্দেশ্যে কোন উপদেশ থাকলে বলুন। >মানুষ মানুষের জন্য। ================================ > খদ্দের : (রেগে গিয়ে) বেয়ারা, আমার চায়ে মাছি কেন? > বেয়ারা : তাহলে এবার বুঝুন স্যার, মাছিটা পর্যন্ত টের পেয়ে গেছে আমার চা কতটা ফার্স্টক্লাস! ================================ > বাংলাদেশের গাড়িগুলোকে বিশ্বমানে পৌঁছে দিতে হলে কী করতে হবে? > বিশ্বমানকে বাংলাদেশের মানে নামিয়ে আনতে হবে। ================================ > বিচারক: আপনি দোষী না নির্দোষ? > আসামি: আপনি রায় দেয়ার আগে কেমনে বলি? ================================ > উকিলঃ আপনার জন্মদিন কবে? > সাক্ষীঃ ১৫ জুলাই। > উকিলঃ কোন বছর? > সাক্ষীঃ প্রতিবছর।

-------------------------------------------------------- ১ম জন: এই লোকগুলো সব দৌঁড়াচ্ছে কেন? ২য় জন : এটা একটা দৌড় প্রতিযোগিতা। যে জয়ী হবে সে কাপ জিতবে। ১ম জন: যদি শুধু বিজয়ীই কাপ পাবে, তাহলে বাকীরা কেন দৌড়াচ্ছে? --------------------------------------------------------------------------- একবার ভিয়েনায় একটি বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি লাশ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৫৭০টি লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত দুই সিটের ওই বিমানটি ভিয়েনার একটি গোরস্থানের ওপর বিধ্বস্ত হয়েছিল।

---------------------------------------------------------------------------(নেট থেকে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.