আমাদের কথা খুঁজে নিন

   

আয়নায় আবারো আমি......

সবাক প্রহর কেটে যাচ্ছে জীবনের নিরবতাকে ভেঙ্গে সময়ের গতিময় চাকাটা প্রতিনিয়ত প্রতিনিয়ত পিষ্ট করে যাচ্ছে থমকে দাঁড়ানো মূহুর্ত গুলোকে... এটাইতো নিয়ম,তুমি জাননা তা?!! আয়নার ছুড়ে দেয়া কথাটায় আমি থমকে যাই আয়না, এটাইতো নিয়ম কারো থমকে যাওয়ায় সময় থমকে যায় না। এটাইতো সত্য, কারো হারিয়ে ফেলা সময় কখনো ফিরে আসেনা আয়না, তাহলে কেন তোমার দিকে তাকিয়ে আমি থমকে যাই?! কেন আমি আমার অন্য কোন আমিকে খুঁজে আনতে চাই?!! আমিতো আমার জন্য হারিয়ে গেছি সেই কবেই রাতের কোন নিস্তব্ধ প্রহরে অথবা শেষ বিকেলের কোন মূহুর্তে মানুষ যতো দূরেই যাক,যতো দূরেই হারাক তার সত্ত্বা পেছনে পড়ে রয়, কষ্ট হচ্ছে তোমার খুব তাইনা? বুকের ভেতর কষ্টের ঝড় উঠেছে তাই না? হুম,আয়না, একটু পর সেই ঝড় কান্নার বৃষ্টি হয়ে ঝরবে অতল সেই কান্নার স্রোত আছড়ে পড়বে কঠিন সময়ের বুকে, আর সময়? নিষ্ঠুরের মতো তাকে দূরে ঠেলে দিয়ে চলে যাবে চলে যাবে... হারিয়ে যাবে... পেছনে পড়ে রবে আমার ক্রন্দরতো কোন সত্ত্বা...... আমার অগোচরে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।