আমাদের কথা খুঁজে নিন

   

আয়নায় আমরা

হিজিবিজি হিজিবিজি

এখনো কি জ্বলছে আগুন? নাকি শবদেহের ছাইয়ে চাপা পড়ে গেছে সবটুকু ক্ষোভ? গাঢ় ধোঁয়ায় কি ঢেকে গেছে কদাকার অতীত? নাকি আমরা রূপান্তরিত হয়েছি জীবন্ত জুয়ার সামগ্রীতে? মস্তিষ্কের পরতে পরতে দাসত্বের প্রলেপ নিয়ে, আমরাও কি ভুলে যাওয়াকেই নিয়তি মানি? তবে তর্জনি তুলে তাকিওনা আর আকাশপানে সৃষ্টিকর্তার চোখে ফিনকি দিয়ে ছোটে রক্ত শুনতে কি পাওনা প্রলয়ের পূর্বাভাস? দেখতে কি পাওনা স্থির অবিচল ধ্বংসের আগমন? চোখ বুজে থাকো, যেমনটি ছিলে আজীবন নিজের প্রতিবিম্ব থেকে পালিয়ে, কদর্যতার আড়ালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।