আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি আর বাতাসের স্বপ্নবাস্তবতায়

"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) ‍উৎসর্গ শিখা ভাবি-কে রচনাকাল: ২০-২১/০৬/২০১১ ১ জানলার আলো গলে নরম ঘাসের মতো সবুজ বাতাস ছুঁয়ে যাচ্ছে স্বপ্ন এবং বাস্তবতা পরীক্ষাক্লান্ত দেহে একা একা বাসে বাড়ি ফেরা অপেক্ষা বৃষ্টির ২ আজকে আসেনি বৃষ্টি সর্বদা আসেনা ৩ তবে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি আসে ঘুমের গভীরে কামের ক্লান্তির সুর হয়ে বুকে বাজে শহরের রাস্তাঘাট বাতাসে ও বৃষ্টিতে কাঁপে বহুদিন-না-দেখতে-দেখতে-প্রায়-ভুলে-যাওয়া গ্রামের পুকুরে আসে বৃষ্টি মাঝে মাঝে পুরনো ইশকুলের প্রিয় সিঁড়ি করিডোরে ঘাসে আমি নেই তবু বৃষ্টি আসে স্বযত্নে সাজানো স্বপ্ন নীল নস্টালজিয়া ঘিরে রাখে বৃষ্টি ও বাতাস ৪ এভাবেই একবিংশ শতাব্দীর সামান্য মানুষ পার করে দিচ্ছে তার তুচ্ছ এবং একমাত্র জীবন বৃষ্টি আর বাতাসের স্বপ্নবাস্তবতায়! (endnote: এই কবিতার সূচনাংশটি একটা দীর্ঘ পরীক্ষা শেষে বাসে করে সাভার ফেরার সময় লেখা; ২০ই জুন দুপুরবেলা! বাকি অংশ লিখিত হয়েছে ২১ তারিখ ভোরে; তারপর দিনভর পরিমার্জনার পর কবিতাটি এই রূপ পেল।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.