আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবী রাগে 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'র সুর।কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে, বাংলাদেশে জামাত-শিবিরের তান্ডবের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ন সমাবেশ।

চাই চিন্তার পূনর্জাগরন আমি জানিনা গোধূলী বেলার রাগ কি ইমন, কল্যান না বিলাবল। শুধু এটুকু জানি যে, প্রতিবাদে বা যুদ্ধক্ষেত্রে, রাজপথে বা খেলার মাঠেই হোক না কেন, বিপ্লবী রাগে বাংলাদেশীদের রক্তে নাচন জাগায় 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'র সুর। কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে, বাংলাদেশে জামাত-শিবিরের তান্ডবের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ন সমাবেশ। আমরা যারা জন্ম থেকেই নিঃশ্বাস নিয়েছি বাংলার অক্সিজেনে, বেড়ে উঠেছি বাংলার পুঁই-পালং আর ইলিশ-পায়েস খেয়ে তাদের মস্তিস্কের নিউরন-অনুরন একই সাথে একই আবেগে সাড়া দিবে সেটাই স্বাভাবিক। খুব সম্ভব সে জন্যই সিবিসি নিউজের সাংবাদিক আমাদের সবাইকে 'কিছু একটা' উচ্চারন করতে বললেন আর আমরা সাথে সাথেই কোন এক অদ্ভূত আবেগে একই সুর একই তান আর একই আবেগে গেয়ে উঠলাম আমাদের জাতীয় সঙ্গীত।

মূহুর্তের মধ্যে আমাদের পরিচয় দেবার জন্য এর চেয়ে উত্তম কোন পন্থা আমাদের জানা নেই। ধর্ম ব্যাবসায়ী জামাত-শিবিরের নৃসংশতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদের সংবাদ আজ সিবিসি নিউজের দ্বিতীয় প্রধান সংবাদ। আমরা বিশ্বকে জানাতে চেয়েছি সত্য, আমরা জানাতে চেয়েছি স্বাক্ষী দেবার অপরাধে বা যুদ্ধাপরাধীদের বিচার চাইতে গিয়ে আমার দেশের মানুষ কীভাবে দিনের পর দিন খোলা আকাশে দিন কাটাচ্ছে, প্রতিনিয়ত হারাচ্ছে কারো না কারো প্রিয়জন। করুনা হয় সেইসব মানুষের জন্য যারা বাংলাদেশে জন্মগ্রহন করেও প্রান ভরে উচ্চারন করতে পারেন না জাতীয় সঙ্গীত, চির সবুজের দেশে জন্ম নিয়েও লাল সবুজের পতাকার অবমাননায় বুক কাঁপেনা। আফসোস, কোন এক অজানা সংকোচে সহযাত্রীও হতে পারলেন না আমাদের।

তবুও আশা করি, বিজয়ের দিনে অন্তত মুক্তির মিছিলের সামিল হবেন। বাংলাদেশ দীর্ঘজিবী হোক, বিপ্লব দীর্ঘজিবী হোক। সিবিসি নিউজ এখানে সংবাদ দেখুন এখানে ইউটিউব চালু আছে??? তাহলে এখানে দেখুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।