আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবী

I

বিপ্লবী মাতঙ্গিনী হাজরা ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে শহীদ হন। আদর করে তাকে গান্ধী বুড়ি নামে ডাকা হতো। ভারতের স্বাধীনতা আন্দোলনের এই অগ্নিকন্যার জন্ম হয় ১৮৬৯ সালে পশ্চিমবঙ্গের তামলুকের হোগলা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে। আনুষ্ঠানিক শিক্ষাদীক্ষা তার ছিল না। খুব অল্প বয়সে তার বিয়ে হয় এবং আঠারো বছর বয়সে তিনি বিধবা হন।

তার কোনো সন্তান হয়নি। গান্ধীর অনুসারী হিসেবে ১৯০৫ সালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। অসহযোগ আন্দোলনেও অংশ নেন ১৯৩২ সালে। সল্ট অ্যাক্ট (লবণের ওপর আরোপিত ব্রিটিশদের কর) লঙ্ঘনের জন্য তিনি গ্রেফতার হয়েছিলেন। পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেয়া হলেও তিনি লবণের ওপর কর উঠিয়ে নেয়ার জন্য প্রতিবাদ অব্যাহত রাখেন।

জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য হন। ‘ভারত ছাড়’ আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন। তামলুক পুলিশ স্টেশন নিয়ন্ত্রণ নেয়ার জন্য ৬ হাজার মানুষের একটি মিছিল নিয়ে তিনি অগ্রসর হচ্ছিলেন। এ সময় ব্রিটিশ ভারতীয় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করার জন্য গুলি করলে তিনি নিহত হন। মৃত্যুর সময়ও তিনি কংগ্রেসের পতাকা উঁচু হাতে ধরেছিলেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।