আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবী একুশ

পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... দিকে দিকে ধামা চাপা আগুন ছড়িয়ে পড়েছে আজ, যুদ্ধের দামামা জাগাবে জানি একুশের যুদ্ধবাজ। সুকান্ত মরেছে, মুছেনি কভু চিরন্তন সৃষ্টি তার, যেদিকেই কান পাতি আজো শুনি সে নবজাতকের চিৎকার। গেছে বায়ান্ন, গেছে ’৬৯, জেগেছে সবুজে লাল, কত রক্ত, কত তাজা প্রান তবু আজো বাংলা বেসামাল। একুশের গান বাতাসে ওড়ে রফিক, সালামের শোকে, বহুযুগ পরে দেখি আজ একুশ নবজাতকের বুকে। আসছে ঐ আসছে জানি বিপ্লবী একুশের ডাক নূর হোসেন জাগে মিছিলে মিছিলে ‘গনতন্ত্র মুক্তি পাক’।

বিপ্লবের আগুন চুপে চুপে ছড়ায় গঞ্জ, পাড়া, পল্লীতে, রাজপথের পাশে তরু-লতা-ঘাসে নবযুগের জনস্রোতে। আবার আসছে জ্বলন্ত একুশ বিপ্লবের আয়োজনে জাগো সকল আঠারো-একুশ মানবতার মহারণে। বাকশাল গেছে, স্বৈরাচার গেছে, রানীদ্বয় রাজত্বের শেষে, ঝলসে ওঠে মুক্তির আলো ঐ বিপ্লবী একুশে। জাগো সকলে নারী-পুরুষ সবে সৃষ্টির নবউচ্ছাসে, পৃথিবী অবাক বার বার আজো বিপ্লবী একুশে। ।

জুন,২০১১। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।