আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেমের অনন্য নজির

গত মার্চে ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প ও সুনামিতে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল সূর্যোদয়ের দেশ জাপান। বর্তমানে দেশটি যখন ভূমিকম্প, সুনামি ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয়ের ত্রিমুখী সঙ্কটে আবর্তিত তখন সংযম আর দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করল জাপানিরা। চলমান বিদ্যুৎ সঙ্কটে দেশটির শিল্পখাতকে বাঁচাতে এই গরমের মধ্যেও ৪১টি রাজ্যে স্বপ্রণোদিত হয়েই এয়ারকন্ডিশন (এসি) না চালানোর ঘোষণা দিয়েছেন নাগরিকরা। ইতিমধ্যে কার্যকর হয়েছে এ ঘোষণা। জাপানি নাগরিক কমিটির দেয়া এই ঘোষণায় বলা হয়, জনগণ স্বেচ্ছায় দেশের কল্যাণে এ সংযম দেখাতে রাজি।

এর মাধ্যমে একবছরে দেশটিতে ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। এর আগে সরকারের পক্ষ থেকেও উদ্ভূত পরিস্থিতিতে বছরে ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় প্রয়োজন বলে জানানো হয়। জাপানের নাগরিকদের এ অভূতপূর্ব সংযমের ব্যাপারে পররাষ্ট্র দপ্তরের ডেপুটি ভাইস মিনিস্টার কোজি সুরুয়োকার বলেন, আমরা ১১ মার্চের অভিশপ্ত দিন কাটিয়ে উঠেছি। এটি জাপানের সব নাগরিকদেরই কৃতিত্ব। এতদিন আমরা উন্নয়নশীল দেশগুলোকে বলতাম, বিদ্যুৎ উৎপাদন না বাড়ালে আর্থিক সাহায্য করা হবে না।

কারণ বিদ্যুৎ না থাকলে শিল্প উৎপাদন ব্যাহত হয়। এখন আমাদেরও প্রায় একই অবস্থা হতে চলেছিল। কিন্তু জাপানি নাগরিকরা তা হতে দেয়নি। আমাদের কোনো বাইরের সাহায্যও প্রয়োজন নেই। কারণ আমরা একাই একশ।

আমরা কি তাদের কাছ থেকে কিছু শিখতে পারি না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.