আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেমের একি উদ্ভট প্রতিযোগিতা!



আমার পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ করেছিল অস্তিত্বের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, স্বকীয়তা-স্বাধিকার-স্বাধীনতার প্রয়োজনে, অনগত একটি স্বাবলম্বি মুক্ত প্রজন্মের প্রয়োজনে; কাউকে তুষ্ট করার জন্য, বাহাবা পাওয়ার জন্য বা গ্রীনিচ ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য লোকদেখানো কোনযুদ্ধ নয় আমাদের মুক্তিযুদ্ধ। বাঙালির মুক্তির সংগ্রাম উপমহাদেশতো বটেই বিশ্বের অনেক দেশের স্বাধীনতা সংগ্রামের তুলনায় অনেকবেশী ত্যাগের অনেক বেশী গৌরবের। এই ন্যায়যুদ্ধে গুটি কয়েক রাজাকার আর পাকিপ্রেমী ছাড়া ৭কোটি বাঙালি প্রায় সবাই অংশ নিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে যে যার অবস্থান থেকে। আজ বিজয়ের ৪২ বছর পর কী কারণে লোকদেখানো একটি প্রতিযোগিতায় রাষ্ট্রের নামতে হবে? ২৫হাজার পাকি একসাথে একটি জাতীয় পতাকা তৈরি করে ও আড়াই লাখ ভারতীয় সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে গ্রীনিচ বুকে নাম উঠিয়েছে বলে আমাদের সেই রেকর্ড ভাঙতে হবে! দেশপ্রেমের একটি উদ্ভট প্রতিযোগিতায় নেমেছে রাষ্ট্র, নামানো হয়েছে তার সেনাবাহিনী, নামানো হয়েছে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের। বৃহৎ পরিসরে পতাকা হবে, জাতীয় সংগীত গাওয়া হবে কোন সমস্যা নেই কিন্তু উদ্দেশ্য যদি হয় গ্রীনিচ ওয়ার্ল্ড রেকর্ডের, উদ্যোগ যদি হয় উত্তর পাড়ার, উন্নয়ন সংস্থার কিংবা ব্যবসায়িক কোন প্রতিষ্ঠানের তখন প্রশ্ন থেকেই যায়। লাল সাদা করপোরেট রঙের রবির পৃষ্টপোষকতায় ‘লাল সবুজের বিশ্বজয়’……আন্যের বিষয়ে জানিনা আমার কাছে এটি বড়ই স্থুল, বড়ই অশ্লীল, আমি আমার প্রতিবাদ জানালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.