আমাদের কথা খুঁজে নিন

   

"আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক? আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে?- এটাই আমারপ্রশ্ন।"-----প্রশ্ন হাসিনার--

good "আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক ----প্রশ্ন হাসিনার সিলেট: সিলেটের তামাবিল সীমান্তে ৩ একর জমি ভারতকে ছেড়ে দিতে যাচ্ছে বাংলাদেশ। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে আভাস দিয়েছে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশ জরিপ দল। শনিবার সকাল ১১ টার সময় তামাবিল সীমান্তে জরিপ কাজ শুরু করবে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। এ সময়ই ভারতীয় পক্ষকে জমি বুঝিয়ে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক জরিপ দলের এক সদস্য বাংলানিউজকে বলেন, ‘এ সময় ৩ একর জমি ভারতীয় পক্ষের কাছে বুঝিয়ে দেবে বাংলাদেশের জরিপ দল।

’ সূত্র মতে, উচ্চ পর্যায়ের আলোচনার পর এ জরিপ কাজ পুনরায় শুরু হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্তÍ এ জরিপ কাজ চলবে। এর আগে পাদুয়া সীমান্তে ১২৭০ থেকে ১২৭১ এর ৭ এস নং পিলার পর্যন্ত তিনটি খুঁটি বসিয়ে সীমানা নির্ধারণ করে বাংলাদেশের ভূখ- ভারতকে দেওয়া হয়। শনিবার আবারও বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর তামাবিল সীমান্ত এলাকার ১২৭৫ নং পিলারের ১ এস থেকে ৭ এস পিলার পর্যন্ত ৩ একর মূল্যবান জমি বাংলাদেশ ছেড়ে দিতে যাচ্ছে। জরিপ অধিদপ্তরের পরিচালক মো. ইকবাল হোসেন বাংলানিউজকে মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি আর ঝুলিয়ে না রেখে একটি সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

’ উভয় দেশের রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্তের আলোকেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এদিকে জমি ছেড়ে দেওয়া নিয়ে তামাবিলের কয়লা ব্যবসায়ীদের মধ্যে মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে। কয়লা আমদানি গ্রুপের সভাপতি এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, উল্লেখিত জায়গা ২০০২ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়। তিনি বলেন, ‘তাছাড়া এ স্থল বন্দর থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আয় করছে। ’ এ জমি যদি ভারতকে ছেড়ে দেওয়া হয় তবে হাজার হাজার পাথর বালু ও কয়লা শ্রমিক বেকার হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.